খ্রিস্টীয় জীবনযাপন
ঈশ্বরকে খুশি করে এমন গুণাবলি গড়ে তুলুন—বিশ্বাস
কেন গুরুত্বপূর্ণ:
ঈশ্বরের প্রীতির পাত্র হওয়ার জন্য বিশ্বাস প্রয়োজন।—ইব্রীয় ১১:৬
ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর উপর বিশ্বাস রাখা বিভিন্ন পরীক্ষার সময় ধৈর্য ধরতে আমাদের সাহায্য করে।—১ পিতর ১:৬, ৭
বিশ্বাসের অভাব পাপ করার দিকে পরিচালিত করতে পারে।—ইব্রীয় ৩:১২, ১৩
যেভাবে এটা গড়ে তোলা যায়:
বিশ্বাস বৃদ্ধির জন্য প্রার্থনা করুন।—লূক ১১:৯, ১৩; গালা ৫:২২
ঈশ্বরের বাক্য পড়ুন ও তা নিয়ে ধ্যান করুন।—রোমীয় ১০:১৭; ১তীম ৪:১৫
নিয়মিতভাবে সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করুন, যাদের বিশ্বাস রয়েছে।—রোমীয় ১:১১, ১২
কীভাবে আমি নিজের বিশ্বাস ও সেইসঙ্গে আমার পরিবারের সদস্যের বিশ্বাস শক্তিশালী করতে পারি?
আনুগত্য গড়ে তোলে এমন গুণাবলি দেখিয়ে চলুন—বিশ্বাস শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
“অকল্পিত” বা নিষ্কপট “বিশ্বাস” কী? (১তীম ১:৫)
দৃঢ়বিশ্বাস গড়ে তোলার জন্য আমাদের অবশ্যই কোন খারাপ প্রভাবগুলো এড়িয়ে চলতে হবে?
মহাক্লেশের সময় কেন বিশ্বাস দেখানোর প্রয়োজন হবে? (ইব্রীয় ১০:৩৯)