ঈশ্বরের বাক্যের গুপ্তধন | হোশেয় ৮-১৪
যিহোবাকে আপনার সর্বোত্তমটা দিন
১৪:২, ৪, ৯
যিহোবাকে আপনার সর্বোত্তমটা দেওয়া তাঁকে খুশি করে ও আপনাকে উপকৃত করে
যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক
১ আপনি যিহোবার উদ্দেশে স্তববলি উৎসর্গ করেন
২ যিহোবা আপনাকে ক্ষমা করেন, অনুমোদন করেন ও আপনার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন
৩ আপনি যিহোবার নির্দেশনার প্রতি অনুগত হওয়ার উপকার বুঝতে পারেন আর এভাবে তাঁকে প্রশংসা করার জন্য আপনার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়
কোন কোন উপায়ে আমি যিহোবার উদ্দেশে আমার সর্বোত্তমটা দিতে পারি?