ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ওবদিয় ১–যোনা ৪
আপনার ভুলগুলো থেকে শিখুন
যোনার বিবরণ তুলে ধরে, আমরা যখন ভুল করি, তখন যিহোবা আমাদের বিষয়ে হাল ছেড়ে দেন না। তবে, তিনি চান যেন আমরা আমাদের ভুলগুলো থেকে শিখি এবং প্রয়োজনীয় রদবদল করি।
যোনা ১:৩
যিহোবার কাছ থেকে কার্যভার লাভ করার পর, যোনা কোন ভুল করেছিলেন?
যোনা ২:১-১০
যোনা কোন বিষয় নিয়ে প্রার্থনা করেছিলেন আর যিহোবা কীভাবে সাড়া দিয়েছিলেন?
যোনা ৩:১-৩
যোনা যে তার ভুল থেকে শিখেছিলেন, তা তিনি কীভাবে দেখিয়েছিলেন?