ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মথি ২৪
এই শেষকালে আধ্যাত্মিকভাবে সজাগ থাকুন
বর্তমানে অধিকাংশ লোক জীবনের সাধারণ বিষয়গুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে, আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য তাদের হাতে সময় নেই। আধ্যাত্মিকভাবে সজাগ খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি কীভাবে জগতের লোকেদের দৃষ্টিভঙ্গির চেয়ে আলাদা . . .
জাগতিক শিক্ষার ক্ষেত্রে?
বিনোদনের ক্ষেত্রে?
চাকরির ক্ষেত্রে?
বস্তুগত বিষয়ের ক্ষেত্রে?