নিস্তারপর্ব যদিও স্মরণার্থ দিবসের পূর্বাভাস ছিল না, কিন্তু নিস্তারপর্বের কিছু বৈশিষ্ট্য আমাদের জন্যও অর্থপূর্ণ। উদাহরণ স্বরূপ, প্রেরিত পৌল যিশুকে “আমাদের নিস্তারপর্ব্বীয় মেষশাবক” বলে উল্লেখ করেছিলেন। (১করি ৫:৭) দরজার চৌকাঠে মেষশাবকের রক্ত লাগানো যেমন জীবন রক্ষা করেছিল, তেমনই যিশুর রক্তও জীবন রক্ষা করে। (যাত্রা ১২:১২, ১৩) এ ছাড়া, নিস্তারপর্বের মেষের কোনো হাড় ভাঙা হতো না। একইভাবে যিশুর কোনো হাড়ও ভাঙা হয়নি, যদিও এই ধরনের মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সেটা একটা প্রথা ছিল।—যাত্রা ১২:৪৬; যোহন ১৯:৩১-৩৩, ৩৬.