খ্রিস্টীয় জীবনযাপন
শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে দক্ষতার সঙ্গে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করুন
শিষ্য তৈরি করা হল একটা বাড়ি নির্মাণ করার মতো। ভালোভাবে নির্মাণ করার জন্য, আমাদের অবশ্যই হাতিয়ারগুলো ভালোভাবে ব্যবহার করা শিখতে হবে। বিশেষভাবে আমাদের প্রধান হাতিয়ার অর্থাৎ ঈশ্বরের বাক্য ব্যবহার করার ক্ষেত্রে আমাদের দক্ষ হতে হবে। (২তীম ২:১৫) এ ছাড়া, শিষ্য তৈরি করার লক্ষ্য মনে রেখে, আমাদের হাতিয়ার বাক্স থেকে অন্যান্য প্রকাশনা ও ভিডিওগুলোও কার্যকরী উপায়ে ব্যবহার করতে হবে।a
কীভাবে আপনি আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করার ক্ষেত্রে উন্নতি করতে পারেন? (১) আপনার পরিচর্যা দলের অধ্যক্ষের কাছে সাহায্য চান, (২) কোনো অভিজ্ঞ প্রকাশক অথবা অগ্রগামীর সঙ্গে কাজ করুন এবং (৩) চর্চা করে চলুন। আপনি যখন এই প্রকাশনা ও ভিডিওগুলো ব্যবহার করায় দক্ষ হয়ে উঠবেন, তখন আপনি সেই আধ্যাত্মিক নির্মাণকাজে আনন্দ লাভ করবেন, যা এখন করা হচ্ছে।
পত্রিকা
ব্রোশার
বই
ট্র্যাক্ট
ভিডিও
আমন্ত্রণপত্র
কনট্যাক্ট কার্ড
a শিক্ষাদানের হাতিয়ার বাক্সে এমন কিছু প্রকাশনা রয়েছে, যেগুলো নির্দিষ্ট পাঠকের কথা মনে রেখে লেখা হয়েছে। যখন উপযুক্ত, তখন সেগুলো ব্যবহার করা যেতে পারে।