খ্রিস্টীয় জীবনযাপন
কেন নিরপেক্ষ মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ? (মীখা ৪:২)
প্রতিবেশীসুলভ শমরীয়ের নীতিগল্প আমাদের এটা মনে করিয়ে দেয় যে, যিহোবা পক্ষপাত করেন না এবং তিনি চান যেন আমরা “সকলের প্রতি . . . সৎকর্ম্ম করি।” আর তাদের মধ্যে সেই ব্যক্তিরাও রয়েছে, যারা ভিন্ন সামাজিক শ্রেণি, বর্ণ, গোষ্ঠী, জাতি অথবা ধর্ম থেকে এসেছে।—গালা ৬:১০; প্রেরিত ১০:৩৪.
কেন নিরপেক্ষ মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ? (মীখা ৪:২) শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
কীভাবে আমরা জানি, মীখা ৪:২ পদ ঈশ্বরের লোকেদের মধ্যে বর্তমানে যা ঘটছে, সেই পরিস্থিতি সম্বন্ধে বর্ণনা করে?
নিরপেক্ষ মনোভাব বলতে কী বোঝায় আর কেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
প্রকাশিত বাক্য ১৩:১৬, ১৭ পদ কীভাবে দেখায় যে, রাজনৈতিক ব্যবস্থা আমাদের চিন্তাভাবনা ও কাজকে প্রভাবিত করতে চায়?
কোন তিনটে কারণে আমাদের মধ্যে নিরপেক্ষ মনোভাব হ্রাস পেতে পারে?