খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—এমন কথাবার্তা শুরু করে, যা সাক্ষ্যদানের সুযোগ করে দেয়
যিশু একজন শমরীয় মহিলার কাছে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করতে পেরেছিলেন, কারণ যিশু তার সঙ্গে সাধারণ কথাবার্তা বলতে শুরু করেছিলেন। কীভাবে আমরা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা শুরু করার ক্ষেত্রে আমাদের দক্ষতা বাড়াতে পারি?
বন্ধুত্বপরায়ণ হোন ও লোকেদের সঙ্গে কথা বলুন। ক্লান্ত থাকা সত্ত্বেও, যিশু কেবল জল চাওয়ার মাধ্যমে কথাবার্তা শুরু করেছিলেন। তাই আপনি আন্তরিক সম্ভাষণ জানিয়ে শুরু করতে পারেন আর এরপর হয়তো আবহাওয়া কিংবা সাম্প্রতিক কোনো ঘটনা সম্বন্ধে মন্তব্য করতে পারেন। মনে রাখুন, প্রাথমিক উদ্দেশ্য হল কেবল কথাবার্তা শুরু করা, তাই এমন যেকোনো বিষয় নিয়ে কথা বলুন, যা সেই ব্যক্তির আগ্রহ জাগিয়ে তুলতে পারে। তিনি যদি সাড়া না দেন, তাতে আপনার কোনো ক্ষতি নেই। অন্য কারো সঙ্গে আবার চেষ্টা করুন। যিহোবার কাছে সাহস চান।—নহি ২:৪; প্রেরিত ৪:২৯.
সুসমাচার জানানোর সুযোগ খোঁজার ব্যাপারে সতর্ক থাকুন, তবে তাড়াহুড়ো করবেন না। স্বাভাবিকভাবে আলোচনা করে যান। আপনি যদি জোর করে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তা হলে সেই ব্যক্তি হয়তো স্বচ্ছন্দবোধ করবেন না ও কথা বলা বন্ধ করে দেবেন। যদি আপনি সাক্ষ্যদান করার আগেই কথাবার্তা শেষ হয়ে যায়, তা হলে হতাশ হবেন না। সুসমাচার জানানোর চেষ্টা করতে হবে এই বিষয়টা ভেবে যদি আপনার ভয় লাগে, তা হলে সাক্ষ্যদানের লক্ষ্য ছাড়াই কেবল কথাবার্তা শুরু করার প্রচেষ্টা করুন। [১ নং ভিডিওটা দেখান ও আলোচনা করুন।]
আপনার বিশ্বাস সম্বন্ধে এমন কোনো আন্তরিক মন্তব্য করুন, যা শ্রোতাকে সেটার ব্যাখ্যা জানতে চাওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করতে পারে আর এভাবে সাক্ষ্যদানের এক সুযোগ তৈরি করার চেষ্টা করুন। যিশু কৌতূহল জাগানোর মতো মন্তব্য করেছিলেন, যা সেই মহিলাকে প্রশ্ন জিজ্ঞেস করতে অনুপ্রাণিত করেছিল। অবশেষে যিশু যখন সুসমাচার জানাতে শুরু করেছিলেন, তখন তিনি আসলে সেই মহিলার বিভিন্ন প্রশ্নের উত্তরই দিচ্ছিলেন। [২ নং ভিডিওটা দেখান ও আলোচনা করুন আর এরপর ৩ নং ভিডিওটা দেখান ও আলোচনা করুন।]