ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রেরিত ১-৩
খ্রিস্টীয় মণ্ডলীতে পবিত্র আত্মা বর্ষণ করা হয়
৩৩ খ্রিস্টাব্দে পঞ্চাশত্তমীর দিন যিরূশালেমে উপস্থিত যিহুদিদের মধ্যে অনেকে অন্যান্য দেশ থেকে এসেছিল। (প্রেরিত ২:৯-১১) যদিও তারা মোশির ব্যবস্থা পালন করত, তবে তারা হয়তো তাদের পুরো জীবন বিদেশের মাটিতেই বাস করেছিল। (যির ৪৪:১) তাই, তাদের মধ্যে কারো কারো বেশভূষা ও কথাবার্তা হয়তো যিহুদিদের চেয়ে বরং তারা যেখানে বাস করত, সেখানকার স্থানীয় লোকেদের মতোই ছিল। যখন বিভিন্ন দেশ থেকে আসা লোকেদের মধ্য থেকে ৩,০০০ ব্যক্তি বাপ্তিস্ম নিয়েছিল, তখন খ্রিস্টীয় মণ্ডলী হঠাৎ করে আরও বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছিল। ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা সত্ত্বেও, ‘তাহারা একচিত্তে’ বা একতাবদ্ধভাবে ‘ধর্ম্মধামে নিবিষ্ট থাকিত।’—প্রেরিত ২:৪৬.
কীভাবে আপনি আন্তরিক আগ্রহ দেখাতে পারেন . . .
আপনার প্রচার এলাকার সেই লোকেদের প্রতি, যারা অন্য ভাষায় কথা বলে এমন দেশ ও এলাকা থেকে এসেছে?
আপনার মণ্ডলীর সেই ভাই-বোনদের প্রতি, যারা অন্য ভাষায় কথা বলে এমন দেশ ও এলাকা থেকে এসেছে?