খ্রিস্টীয় জীবনযাপন
‘সদাপ্রভুর উদ্দেশে মুক্তহস্তে দান’
কীভাবে আমরা “অদ্য” বা বর্তমানে ‘সদাপ্রভুর উদ্দেশে হস্তপূরণ জন্য [‘মুক্তহস্তে,’ জুবিলী বাইবেল] দান’ করতে পারি? (১বংশা ২৯:৫, ৯, ১৪) নীচে যিহোবার সাক্ষিদের স্থানীয় ও বিশ্বব্যাপী কাজে সমর্থন করার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃত দান করার বিভিন্ন উপায় তুলে ধরা হয়েছে, যেখান থেকে আমরা বেছে নিতে পারি।
অনলাইনে দেওয়া দান অথবা মণ্ডলীর দানবাক্সে ফেলা দান যে-সমস্ত কাজে সমর্থন করে:
বিশ্বব্যাপী কাজ
শাখা অফিস এবং শাখা থেকে দূরবর্তী অনুবাদ অফিস (আরটিও) নির্মাণ ও কাজ পরিচালনা
বাইবেলভিত্তিক স্কুল
বিশেষ পূর্ণসময়ের দাস
দুর্যোগের সময়ে ত্রাণকাজ
ছাপানোর কাজ, ভিডিও নির্মাণ ও ডিজিটাল প্রকাশনা প্রস্তুত
স্থানীয় মণ্ডলীর খরচ
মণ্ডলীর খরচ যেমন, কিংডম হলের জল, বিদ্যুৎ ইত্যাদির বিল ও রক্ষণাবেক্ষণের খরচ
নীচে উল্লেখিত বিষয়গুলোর জন্য শাখা অফিসে তহবিল পাঠানোর ব্যাপারে মণ্ডলীর যেকোনো প্রস্তাবের সঙ্গে সম্পর্কযুক্ত খরচ:
বিশ্বব্যাপী কিংডম হল ও সম্মেলন হল নির্মাণ
বিশ্বব্যাপী সহযোগিতা ব্যবস্থা
বিশ্বব্যাপী অন্যান্য কার্যক্রম
সম্মেলন
আঞ্চলিক সম্মেলনে আপনারা যে-দান দেন, তা বিশ্বব্যাপী কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে, বিশ্বব্যাপী কাজের জন্য প্রাপ্ত দান থেকে আঞ্চলিক, বিশেষ ও আন্তর্জাতিক সম্মেলনের খরচ জোগানো হয়।
একটা সীমা থেকে যে-দান পাওয়া যায়, তা সম্মেলন স্থলের ভাড়া, কাজ পরিচালনা ও মেরামত খরচ এবং সীমার সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য খরচের জন্য ব্যবহার করা হয়। কোনো সীমা হয়তো তহবিলের অতিরিক্ত অর্থ যিহোবার সাক্ষিদের বিশ্বব্যাপী কাজের জন্য দান করার সিদ্ধান্ত নিতে পারে।