খ্রিস্টীয় জীবনযাপন
গান গাওয়ার মাধ্যমে আনন্দের সঙ্গে যিহোবার প্রশংসা করুন
পৌল ও সীল কারাগারে থাকার সময় গান গেয়ে যিহোবার প্রশংসা করেছিলেন। (প্রেরিত ১৬:২৫) নিঃসন্দেহে, গান গাওয়া তাদের কষ্ট সহ্য করতে শক্তি জুগিয়েছিল। বর্তমানে আমাদের সম্বন্ধে কী বলা যায়? উপাসনার জন্য নির্ধারিত গানগুলো ও সেইসঙ্গে যে-গানগুলো JW ব্রডকাস্টিং-এ পাওয়া যায়, সেগুলো আমাদের পরীক্ষার সময় উৎসাহিত করতে পারে ও বিশ্বস্ততা বজায় রাখার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, গানের মাধ্যমে যিহোবার প্রশংসা করা হয়। (গীত ২৮:৭) আমাদের উৎসাহিত করা হয়েছে যেন আমরা অন্ততপক্ষে কয়েকটা গানের কথা মুখস্থ করি। আপনি কি তা করার চেষ্টা করেছেন? গানের চর্চা করার ও গানের কথা মুখস্থ করার জন্য আমরা আমাদের পারিবারিক উপাসনার সময়টা ব্যবহার করতে পারি।
অল্পবয়সিরা গান গাওয়ার মাধ্যমে যিহোবার প্রশংসা করে শিরোনামের ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
রাজ্যের গান গাওয়া আমাদের উপর কোন উত্তম প্রভাব ফেলতে পারে?
কীভাবে অডিও/ভিডিও ডিপার্টমেন্ট কোনো গান রেকর্ড করার জন্য প্রস্তুতি নেয়?
কীভাবে অল্পবয়সিরা ও তাদের পরিবার একটা গান রেকর্ড করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে?
রাজ্যের গানের মধ্যে কোন গানগুলো আপনার প্রিয় এবং কেন?