মণ্ডলীতে একজন অল্পবয়সি ভাই প্রশিক্ষণ লাভ করছে
কথোপকথনের নমুনা
●○○ প্রথম সাক্ষাৎ
প্রশ্ন: আমাদের দুঃখকষ্টের জন্য কি ঈশ্বর দায়ী?
শাস্ত্রপদ: ইয়োব ৩৪:১০
পরের সাক্ষাতের জন্য: আমাদের দুঃখকষ্টের মূল কারণ কী?
○●○ প্রথম পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: আমাদের দুঃখকষ্টের মূল কারণ কী?
শাস্ত্রপদ: ১যোহন ৫:১৯
পরের সাক্ষাতের জন্য: দিয়াবলের কারণে যে-ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য ঈশ্বর কী করবেন?
○○● দ্বিতীয় পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: দিয়াবলের কারণে যে-ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য ঈশ্বর কী করবেন?
শাস্ত্রপদ: মথি ৬:৯, ১০
পরের সাক্ষাতের জন্য: ঈশ্বরের রাজ্য কী?