ঈশ্বরের বাক্যের গুপ্তধন | কলসীয় ১-৪
পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো ত্যাগ করুন আর নতুন ব্যক্তিত্বকে পরিধান করুন
আপনি যখন সত্যে এসেছিলেন, তখন আপনি কি আপনার ব্যক্তিত্বে বড়ো বড়ো পরিবর্তন করেছিলেন? আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনার প্রচেষ্টা দেখে খুশি হয়েছিলেন। (যিহি ৩৩:১১) তবে, পুরোনো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোকে পুনরায় ফিরে আসা থেকে রোধ করার জন্য এবং নতুন ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো দেখিয়ে চলার জন্য ক্রমাগত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিন আর দেখুন যে, আপনি কোন কোন ক্ষেত্রে উন্নতি করতে পারেন:
আমি কি এমন কারো বিরুদ্ধে বিদ্বেষ পুষে রেখেছি, যিনি আমার প্রতি অন্যায় কিংবা নির্দয় আচরণ করেছেন?
যখন আমার তাড়া থাকে কিংবা আমি ক্লান্ত থাকি, তখনও কি আমি ধৈর্য দেখাই?
আমার মনে কোনো অনৈতিক চিন্তা এলে আমি কি দ্রুত সেটা প্রত্যাখ্যান করি?
আমার কি অন্য কোনো জাতির বা দেশের লোকের বিরুদ্ধে নেতিবাচক অনুভূতি রয়েছে?
সম্প্রতি আমি কি কারো সঙ্গে নির্দয়ভাবে কথা বলেছি অথবা আমার মেজাজ হারিয়ে ফেলেছি?