ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ২ থিষলনীকীয় ১-৩
সেই অধর্মী প্রকাশ পায়
এই পদগুলোতে পৌল কীসের বিষয়ে নির্দেশ করছিলেন?
“বাধা” (৬ পদ)—সম্ভবত প্রেরিতরা
“প্রকাশ পায়” (৬ পদ)—প্রেরিতদের মৃত্যুর পরেই ধর্মভ্রষ্ট খ্রিস্টানরা তাদের ধর্মীয় ভণ্ডামি ও মিথ্যা শিক্ষাগুলো নিয়ে প্রকাশ্যে এসেছিল
“অধর্ম্মের নিগূঢ়তত্ত্ব” (৭ পদ)—পৌলের দিনে ‘সেই অধর্ম্মীকে’ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি
“সেই অধর্ম্মী” (৮ পদ)—বর্তমানে এটা হল খ্রিস্টীয়জগতের পাদরি শ্রেণি
‘সেই অধর্ম্মীকে প্রভু যীশু আপন আগমনের প্রকাশ দ্বারা সংহার করিবেন’ (৮ পদ)—যিশু সেইসময় স্পষ্ট করবেন যে, তিনি স্বর্গে রাজা, যখন তিনি শয়তানের বিধিব্যবস্থার ও সেইসঙ্গে ‘সেই অধর্ম্মীর’ উপর যিহোবার বিচার আনবেন
কীভাবে এই পদগুলো আপনাকে উদ্যোগ এবং তৎপরতার সঙ্গে প্রচার করার জন্য উৎসাহিত করে?