ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৯–১১
‘সমস্ত পৃথিবীতে এক ভাষা ছিল’
১১:১-৪, ৬-৯
বাবিলে যিহোবা অবাধ্য মানুষদের মধ্যে ভাষার ভেদ করেছিলেন, যাতে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বর্তমানে যিহোবা সমস্ত জাতি ও ভাষার মধ্য থেকে বিস্তর লোককে একত্রিত করছেন আর তাদের “বিশুদ্ধ ওষ্ঠ” বা ভাষা শেখাচ্ছেন, যেন তারা “সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাঁহার আরাধনা করে।” (সফ ৩:৯; প্রকা ৭:৯) এই “বিশুদ্ধ ওষ্ঠ” বা ভাষা হল যিহোবা ও তাঁর উদ্দেশ্য সম্বন্ধে সত্য, যা শাস্ত্রে রয়েছে।
নতুন ভাষা শেখার অর্থ শুধুমাত্র নতুন শব্দগুলো মুখস্থ করা নয়। নতুন ভাষা শেখার জন্য এক নতুন উপায়ে চিন্তা করতেও শেখা প্রয়োজন। একইভাবে, আমরা যখন সত্যের বিশুদ্ধ ভাষা শিখি, তখন আমাদের চিন্তাভাবনা রূপান্তরিত হয়। (রোমীয় ১২:২) এটা এক ক্রমাগত প্রক্রিয়া আর এর ফলে ঈশ্বরের লোকেদের মধ্যে একতা গড়ে ওঠে।—১করি ১:১০.