খ্রিস্টীয় জীবনযাপন
পূর্ণাঙ্গ চিত্রটা বোঝার চেষ্টা করুন
বাইবেলের বিবরণগুলো পড়ার সময় পূর্ণাঙ্গ চিত্রটা বোঝার চেষ্টা করুন। প্রসঙ্গ সম্বন্ধে, লোকেদের বিষয়ে এবং তাদের আচরণের কারণগুলো জানুন। দৃশ্যগুলো দেখার জন্য, শব্দ শোনার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য এবং চরিত্রের আবেগ অনুভব করার জন্য আপনার কল্পনাশক্তিকে কাজে লাগান।
আপনার বাইবেল পাঠের গুণগত মান বৃদ্ধি করুন—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
সম্ভবত কোন কোন কারণে যোষেফ এবং তার ভাইদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না?
সম্ভবত কোন কোন কারণে যোষেফের ভাইয়েরা কখনো কখনো রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?
আমরা শাস্ত্র থেকে যোষেফের বাবা যাকোব সম্বন্ধে কী জানতে পারি?
কীভাবে মতবিরোধ মিটিয়ে ফেলতে হয়, সেই বিষয়ে যাকোব তার ছেলেদের কোন উত্তম শিক্ষা প্রদান করেছিলেন?
এই ভিডিও দেখে আপনি কীভাবে উপকৃত হয়েছেন?