ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৪৬-৪৭
দুর্ভিক্ষ থেকে মুক্তি
৪৭:১৩, ১৬, ১৯, ২০, ২৩-২৫
বর্তমানে, বেশিরভাগ লোক আধ্যাত্মিক দুর্ভিক্ষে ভুগছে কারণ তারা যিহোবা সম্বন্ধে জানে না। (আমোষ ৮:১১) কিন্তু, যিশু খ্রিস্টের মাধ্যমে যিহোবা আমাদের প্রচুর পরিমাণে পুষ্টিকর আধ্যাত্মিক খাদ্য জুগিয়ে যাচ্ছেন আর এগুলো আমাদের যিহোবার নিকটবর্তী হতে, সুখে জীবনযাপন করতে এবং ভবিষ্যতের জন্য এক নির্ভরযোগ্য আশা ধরে রাখতে সাহায্য করে। নিম্নলিখিত উপায়গুলোর মাধ্যমে আমরা আধ্যাত্মিক খাদ্য লাভ করে থাকি:
বাইবেলভিত্তিক প্রকাশনা
মণ্ডলীর সভা
সম্মেলন
অডিও রেকর্ডিং
ভিডিও
JW.ORG
JW ব্রডকাস্টিং
যিহোবার মেজ থেকে নিয়মিতভাবে আধ্যাত্মিক খাদ্য গ্রহণ করার জন্য আমি কোন ত্যাগস্বীকার করছি?