ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ৬-৭
“আমি ফরৌণের প্রতি যাহা করিব, তাহা তুমি এখন দেখিবে”
৬:১, ৬, ৭; ৭:৪, ৫
যিহোবা আগে থেকেই ইস্রায়েলীয়দের জানিয়েছিলেন যে, তিনি মিশরে আঘাত আনবেন এবং তাদের মিশরের দাসত্ব থেকে মুক্ত করবেন। সেই সময়, ইস্রায়েলীয়রা নিজের চোখে দেখতে পাবে, কীভাবে যিহোবা এক চমৎকার উপায়ে নিজের ক্ষমতার প্রমাণ দেন আর মিশরীয়রাও জানবে, যিহোবা আসলে কে। যখন যিহোবা তাঁর এই প্রতিজ্ঞা পূরণ করেন, তখন ইস্রায়েলীয়দের বিশ্বাস বৃদ্ধি পায় আর এটা তাদের মিশরীয়দের মিথ্যা ধর্মীয় শিক্ষাগুলো প্রত্যাখ্যান করতে সাহায্য করে।
কীভাবে বাইবেলের এই বিবরণ আপনার বিশ্বাসকে শক্তিশালী করে যে, ভবিষ্যতে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ হবে?