ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ২১-২২
জীবনকে যিহোবার মতো করে দেখুন
২১:২০, ২২, ২৩, ২৮, ২৯
যিহোবা জীবনকে মূল্যবান হিসেবে দেখেন। কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরাও জীবনকে মূল্যবান হিসেবে দেখি?
লোকেদের প্রতি হৃদয় থেকে ভালোবাসা গড়ে তুলুন এবং তাদের সম্মান করুন।—মথি ২২:৩৯; ১যোহন ৩:১৫
পরিচর্যায় আরও উদ্যোগের সঙ্গে অংশ নেওয়ার মাধ্যমে আপনার ভালোবাসাকে প্রকাশ করুন।—১করি ৯:২২, ২৩; ২পিতর ৩:৯
নিরাপত্তার বিষয়ে এক সঠিক মনোভাব গড়ে তুলুন।—হিতো ২২:৩
আমরা যদি জীবনকে মূল্যবান হিসেবে দেখি, তা হলে কীভাবে আমরা রক্তপাতের দোষে দোষী হওয়া থেকে মুক্ত থাকতে পারি?