ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ২৭-২৮
যাজকদের পোশাক থেকে আমরা কী শিখতে পারি?
২৮:৩০, ৩৬, ৪২, ৪৩
ইস্রায়েলের যাজকেরা যে-ধরনের পোশাক পরতেন, সেটা থেকে আমরা শিখতে পারি যে, আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যিহোবার ইচ্ছা জানতে হবে। এ ছাড়া, আমাদের সমস্ত বিষয়ে পবিত্র থাকতে ও নম্র হতে হবে আর সেইসঙ্গে মর্যাদাপূর্ণ উপায়ে আচরণ করতে হবে।
কীভাবে আমরা যিহোবার ইচ্ছা জানতে পারি?
পবিত্র থাকার অর্থ কী?
কীভাবে আমরা নম্র হতে এবং মর্যাদাপূর্ণ উপায়ে আচরণ করতে পারি?