ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ৩৩-৩৪
যিহোবার অপূর্ব গুণাবলি
৩৪:৫-৭, NW
মোশি ইস্রায়েলীয়দের সঙ্গে আচরণ করার সময় ধৈর্য বজায় রাখতে পেরেছিলেন কারণ তিনি যিহোবার গুণাবলি সম্বন্ধে খুব ভালোভাবে অবগত ছিলেন। মোশির মতো আমরা যদি যিহোবার গুণাবলি সম্বন্ধে গভীরভাবে জানার প্রচেষ্টা করি, তা হলে আমরা খ্রিস্টীয় ভাই-বোনদের সঙ্গে ভালোভাবে আচরণ করতে পারব।
“করুণাময় ও সমবেদনাময়”: বাবা-মায়েরা যেমন নিজের সন্তানদের খুব ভালোভাবে যত্ন নিয়ে থাকেন, ঠিক একইভাবে যিহোবাও তাঁর উপাসকদের প্রতি কোমল প্রেম ও গভীর চিন্তা দেখিয়ে থাকেন
“ক্রোধে ধীর”: যিহোবা তাঁর লোকেদের প্রতি খুবই ধৈর্যশীল। যখন তারা কোনো ভুল করে ফেলে, তখন তিনি দ্রুত রেগে যান না বরং তাদের ভুল সংশোধন করার সময় দেন
‘অনুগত প্রেমে মহান’: যিহোবা তাঁর লোকেদের প্রতি অনুগত প্রেম দেখান আর তিনি তাদের প্রতি এই প্রেম দেখানো বন্ধ করে দেন না
নিজেকে জিজ্ঞেস করুন, ‘কীভাবে আমি যিহোবার মতো করুণা ও সমবেদনা দেখাতে পারি?’