ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 অক্টোবর পৃষ্ঠা ৫
  • অল্পবয়সিরা—যিহোবা কি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অল্পবয়সিরা—যিহোবা কি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু?
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি যিহোবার বন্ধু হতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • ঈশ্বর আপনাকে তাঁর বন্ধু হতে বলেন
    আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
  • যিহোবা—আমাদের সর্বোত্তম বন্ধু
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার বন্ধুত্ব লাভ করা
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 অক্টোবর পৃষ্ঠা ৫
এক অল্পবয়সি ভাই ব্যক্তিগত অধ্যয়ন করছে আর সে এটা খুব উপভোগ করছে।

খ্রিস্টীয় জীবনযাপন

অল্পবয়সিরা—যিহোবা কি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু?

তুমি কার সঙ্গে বন্ধুত্ব করতে পছন্দ করবে? হতে পারে যে-ব্যক্তি তোমার প্রতি সবসময় অনুগত থাকবে, দয়াশীল হবে ও উদার মনোভাব দেখাবে। যিহোবার মধ্যে এই সমস্ত গুণাবলি রয়েছে। (যাত্রা ৩৪:৬; প্রেরিত ১৪:১৭) তুমি যখনই তাঁর কাছে প্রার্থনা করবে, তখনই তিনি তা শুনবেন। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, তখন তিনি তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। (গীত ১৮:১৯, ৩৫) যদি তুমি কোনো ভুল করে ফেলো, তা হলে তিনি সেটা ক্ষমা করে দেবেন। (১যোহন ১:৯) সত্যিই, যিহোবা হলেন একজন উত্তম বন্ধু!

যিহোবার বন্ধু হওয়ার জন্য তুমি কী করতে পার? বাইবেল পড়ার মাধ্যমে তাঁর সম্বন্ধে জানো। তোমার মনের সমস্ত কথা তাঁর কাছে খুলে বলো। (গীত ৬২:৮; ১৪২:২) যিহোবার কাছে তাঁর পুত্র, তাঁর রাজ্য ও ভবিষ্যতের বিষয়ে তাঁর প্রতিজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। তুমিও এগুলোকে মূল্যবান হিসেবে দেখো। যিহোবা সম্বন্ধে অন্যদের জানাও। (দ্বিতীয় ৩২:৩) তুমি যদি যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলো, তা হলে তিনি চিরকাল তোমার বন্ধু থাকবেন।—গীত ৭৩:২৫, ২৬, ২৮.

তরুণ-তরুণীরা—“আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়” শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ‘তরুণ-তরুণীরা—আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। এক অল্পবয়সি বোন তার ব্যক্তিগত অধ্যয়ন করার আগে প্রার্থনা করছে।

    কীভাবে তুমি উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের জন্য প্রস্তুতি নিতে পার?

  • ‘তরুণ-তরুণীরা—আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একজন অগ্রগামী ভাই এক ব্যক্তিকে কারেন (স্গ) ভাষায় বাইবেলের একটা পদ দেখাচ্ছে।

    কীভাবে মণ্ডলীর অন্যান্য ভাই-বোন যিহোবার সেবা করার জন্য তোমাকে সাহায্য করতে পারে?

  • ‘তরুণ-তরুণীরা—আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একজন তরুণ ভাই এক বয়স্ক ভাইয়ের সঙ্গে প্রচারে যাচ্ছে। আর তিনি সেই বয়স্ক ভাইয়ের প্রতি উপলব্ধি প্রকাশ করছে।

    কীভাবে প্রচারে অংশ নেওয়া যিহোবার সঙ্গে তোমার সম্পর্ককে শক্তিশালী করতে পারে?

  • ‘তরুণ-তরুণীরা—আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একজন বোন দুই ঘণ্টা হেঁটে এসে এক বধির মেয়ের সঙ্গে অধ্যয়ন করছে।

    যিহোবার সঙ্গে তোমার বন্ধুত্ব চিরকাল থাকবে!

    তুমি কোন কোন উপায়ে যিহোবার সেবা করতে পার?

  • যিহোবার কোন বিষয়টা তোমার ভালো লাগে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার