ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা তাঁর লোকদের জগৎ থেকে পৃথক করেন
আমাদের অবশ্যই যিহোবার সমস্ত আইনের বাধ্য হতে হবে (লেবীয় ২০:২২, ২৩; প্রহরীদুর্গ ০৪ ১০/১৫ ১১ অনু. ১২)
যিহোবা এক উত্তরাধিকার দেওয়ার প্রতিজ্ঞা করেন (লেবীয় ২০:২৪; অন্তর্দৃষ্টি-১ ১১৯৯, ইংরেজি)
যিহোবা তাঁর লোকদের কাছ থেকে বিশুদ্ধ উপাসনা আশা করেন (লেবীয় ২০:২৫, ২৬; অন্তর্দৃষ্টি-১ ৩১৭ অনু. ২)
যিহোবার সঙ্গে যারা এক উত্তম সম্পর্ক বজায় রাখে, তিনি তাদের আশীর্বাদ করেন। আমরা যদি ক্রমাগত এই আশীর্বাদ লাভ করতে চাই, তা হলে আমাদের অবশ্যই জগৎ এবং এর অশুচি অভ্যাস থেকে পৃথক থাকতে হবে।
নিজেকে জিজ্ঞেস করুন, ‘যিহোবাকে দুঃখ দিতে পারে এমন কোন চিকিৎসাপদ্ধতি আমার এড়িয়ে চলা উচিত?’