“খ্রিস্টের প্রেম আমাদের পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে।”—২করি ৫:১৪
খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কি মার্চ কিংবা এপ্রিল মাসে সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করতে চান?
আপনি কি স্মরণার্থ মরসুমে আরও বেশি প্রচার কাজ করতে চান? (২করি ৫:১৪, ১৫) মার্চ ও এপ্রিল মাসে, প্রকাশকরা চাইলে ৩০ বা ৫০ ঘণ্টার ভিত্তিতে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে। আপনি যদি এই মাসগুলোতে সহায়ক অগ্রগামীর কাজ করতে চান, তা হলে আপনার মণ্ডলীর পরিচর্যা কমিটির কাছে আবেদন করতে পারেন। কোন মাসে কে সহায়ক অগ্রগামীর কাজ করবেন, তা মণ্ডলীতে ঘোষণা করা হবে। তারপর, অন্যান্য ভাই-বোন অগ্রগামীদের সঙ্গে প্রচার করার পরিকল্পনা করতে পারবে, যাতে তারা ঘণ্টা পূরণ করার ক্ষেত্রে সেই অগ্রগামীদের সাহায্য করতে পারে। তাহলে আসুন, আমরা স্মরণার্থ মরসুমে আরও বেশি প্রচার কাজ করার চেষ্টা করি। এমনটা করার মাধ্যমে আমরা প্রচার কাজে আরও দক্ষ হয়ে উঠতে এবং একে অন্যের উৎসাহ বৃদ্ধি করতে পারব।—১থিষল ৫:১১.