ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb21 মে পৃষ্ঠা ১৩
  • পরিবারে প্রেম দেখান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিবারে প্রেম দেখান
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার পারিবারিক জীবনকে যেভাবে সুখী করা যায়
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • পারিবারিক জীবন যা ঈশ্বরকে সন্তুষ্ট করে
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • এক স্থায়ী বিবাহের দুটো চাবিকাঠি
    পারিবারিক সুখের রহস্য
  • আপনার ঘরে শান্তি বজায় রাখুন
    পারিবারিক সুখের রহস্য
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
mwb21 মে পৃষ্ঠা ১৩
একটা পরিবার সভাতে একসঙ্গে গান গাইছে।

খ্রিস্টীয় জীবনযাপন

পরিবারে প্রেম দেখান

প্রেম হল সেই বন্ধন, যা একটা পরিবারকে একত্রে সংযুক্ত রাখে। প্রেম না থাকলে একটা পরিবারের পক্ষে একতা বজায় রাখা এবং পরস্পরকে সহযোগিতা করা কঠিন হবে। পরিবারের মধ্যে স্বামীরা, স্ত্রীরা ও বাবা-মায়েরা কীভাবে প্রেম দেখাতে পারে?

একজন প্রেমময় স্বামী তার স্ত্রীর প্রয়োজন, দৃষ্টিভঙ্গি ও অনুভূতির প্রতি বিবেচনা দেখাবেন। (ইফি ৫:২৮, ২৯) তিনি তার পরিবারের বস্তুগত প্রয়োজনগুলো মেটাবেন এবং তাদের যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করবেন, যার অন্তর্ভুক্ত নিয়মিতভাবে পারিবারিক উপাসনার ব্যবস্থা করা। (১তীম ৫:৮) একজন প্রেমময় স্ত্রী তার স্বামীর বশীভূত থাকবেন এবং স্বামীর প্রতি “গভীর সম্মান” দেখাবেন। (ইফি ৫:২২, ৩৩; ১পিতর ৩:১-৬) উভয় সাথিকেই পরস্পরকে পুরোপুরিভাবে ক্ষমা করার জন্য ইচ্ছুক হতে হবে। (ইফি ৪:৩২) প্রেমময় বাবা-মায়েরা তাদের প্রত্যেক সন্তানের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখায় এবং তাদের যিহোবাকে ভালোবাসতে শিক্ষা দেয়। (দ্বিতীয় ৬:৬, ৭; ইফি ৬:৪) তাদের সন্তানেরা স্কুলে কোন কোন কঠিন সমস্যার মুখোমুখি হয়? কীভাবে তারা সঙ্গীসাথিদের চাপের সঙ্গে মোকাবিলা করছে? পরিবারের মধ্যে যখন প্রেম থাকবে, তখন পরিবারের সমস্ত সদস্য নিরাপদ ও সুরক্ষা বোধ করবে।

আপনার পরিবারে অনন্ত প্রেম দেখান শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ‘আপনার পরিবারে অনন্ত প্রেম দেখান’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। সভা থেকে বাড়িতে ফিরে আসার পর একজন স্বামী ও স্ত্রী একটা শাস্ত্রপদ নিয়ে একসঙ্গে আলোচনা করছে।

    কীভাবে একজন প্রেমময় স্বামী তার স্ত্রীর ভরণ-পোষণ জোগান এবং তাকে মূল্যবান বলে মনে করেন?

  • ‘আপনার পরিবারে অনন্ত প্রেম দেখান’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। সভা থেকে বাড়িতে ফিরে আসার পর একজন বোন ধৈর্য ধরে তার ন-সাক্ষি স্বামীর কথা শুনছেন এবং তাকে আশ্বস্ত করছেন।

    কীভাবে একজন প্রেমময় স্ত্রী তার স্বামীর প্রতি “গভীর সম্মান” দেখান?

  • ‘আপনার পরিবারে অনন্ত প্রেম দেখান’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একটা পরিবার একসঙ্গে হালকা খাবার খাচ্ছে এবং সভাতে যে-বিষয়গুলো তারা উপভোগ করেছে, সেগুলো নিয়ে কথা বলছে।

    কীভাবে প্রেমময় বাবা-মায়েরা তাদের সন্তানদের হৃদয়ে ঈশ্বরের বাক্য গেঁথে দেন?

প্রযুক্তিবিদ্যার বিষয়ে সতর্কতা

ইলেকট্রনিক ডিভাইসগুলো সহজেই সেই সময় কেড়ে নিতে পারে, যে-সময়টা পরিবারের মধ্যে প্রেমের বন্ধনকে দৃঢ় করার জন্য ব্যয় করা উচিত। বাবা-মায়েরা হয়তো এই বিষয়টা নিয়ে বিবেচনা করতে পারে যে, তারা নিজেরা এবং তাদের সন্তানেরা এই ডিভাইসগুলোর পিছনে কতটা সময় ব্যয় করবে। এ ছাড়া, বাবা-মায়েদের এই বিষয়টা ঠিক করতে হবে যে, তাদের ছোটো সন্তানেরা অনলাইনে যোগাযোগ করতে পারে কি না আর যদি করে, তা হলে কাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার