ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা কেমন উপাসনা চান?
ইজরায়েলীয়দের তাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে যিহোবার প্রতি বাধ্য হতে, তাঁকে ভালোবাসতে এবং তাঁর সেবা করতে হত (দ্বিতীয় ১১:১৩; প্রহরীদুর্গ ১৪ ৬/১৫ ১৩ অনু. ৭)
মিথ্যা উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত যেকোনো বিষয় পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হত (দ্বিতীয় ১২:২, ৩)
প্রত্যেককে একটা জায়গায়ই উপাসনা করতে হত (দ্বিতীয় ১২:১১-১৪; অন্তর্দৃষ্টি-১ ৮৪ অনু. ৩, ইংরেজি)
যিহোবা চান যেন তাঁর লোকেরা পূর্ণহৃদয়ে তাঁর সেবা করে, সমস্ত ধরনের মিথ্যা উপাসনা প্রত্যাখ্যান করে এবং একতা বজায় রাখে।