যিহোবা যেহেতু সৃষ্টির মধ্যে এত প্রেম দেখিয়েছেন, তাই আমরা নিশ্চিত থাকতে পারি, তাঁকে সেবা করার ব্যাপারে আমাদের প্রচেষ্টার উপর তিনি প্রচুর আশীর্বাদ করবেন
খ্রিস্টীয় জীবনযাপন
কীভাবে সৃষ্টি যিহোবার প্রেম প্রকাশ করে?
আমরা আমাদের রোজকার জীবন নিয়ে খুবই ব্যস্ত থাকি আর এই কারণে আমাদের চারপাশে সৃষ্টির মধ্যে যিহোবার প্রেম ও উদারতার যে-প্রমাণ রয়েছে, সেটার প্রতি বেশি মনোযোগ দিই না। কিন্তু, যিশু আমাদের উৎসাহিত করেছেন যেন আমরা সৃষ্টি ভালো করে লক্ষ করি আর এই সৃষ্টি যিহোবা সম্বন্ধে কী শিক্ষা দেয়, তা নিয়ে চিন্তা করি।—মথি ৬:২৫, ২৬.
সৃষ্টি যিহোবার প্রেম প্রকাশ করে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
আপনি এই বিষয়গুলো থেকে আমাদের প্রতি যিহোবার প্রেম সম্বন্ধে কী শিখেছেন, যেমন:
পৃথিবীর প্রাকৃতিক উপাদান?
পৃথিবীর বায়ুমণ্ডল?
ঘাস?
জীবজন্তু?
আমাদের ইন্দ্রিয়?
আমাদের মস্তিষ্ক?