ঈশ্বরের বাক্যের গুপ্তধন
সবসময় অটল প্রেম দেখান
[রূতের বিবরণ বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
নয়মী তার বউমা অর্পা ও রূৎকে মোয়াবে ফিরে যেতে বলেছিলেন (রূৎ ১:৮-১৩; প্রহরীদুর্গ ১৬.০২ ১৪ অনু. ৫)
রূৎ তার শাশুড়ি নয়মী আর সেইসঙ্গে যিহোবাকে ছেড়ে যেতে রাজি হননি (রূৎ ১:১৬, ১৭; প্রহরীদুর্গ ১৬.০২ ১৪ অনু. ৬)
যে-ব্যক্তি তার বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকেন এবং কঠিন পরিস্থিতির সময় তাদের ছেড়ে চলে যান না, তিনি অটল প্রেম দেখান। যিহোবা তাঁর বিশ্বস্ত দাসদের প্রতি “দয়া [“অটল প্রেম,” NW]” দেখান। (গীত ৬৩:৩) আমাদেরও অন্যদের প্রতি ‘দয়া [“অটল প্রেম,” NW]’ দেখানো উচিত।—হিতো ২১:২১.