খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
তরুণ-তরুণীরা—তোমাদের বাবা-মায়ের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলো
কেন তোমাদের বাবা-মাকে তোমাদের মনের কথা খোলাখুলিভাবে বলা উচিত? (হিতো ২৩:২৬) কারণ যিহোবা তোমাদের যত্ন নেওয়ার এবং নির্দেশনা দেওয়ার দায়িত্ব তাদের দিয়েছেন। (গীত ১২৭:৩, ৪) তোমরা যদি তোমাদের দুশ্চিন্তা নিজেদের মধ্যে রেখে দাও, তা হলে তারা তোমাদের সাহায্য করতে পারবে না আর তোমরাও তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারবে না। তাদের কাছে কোনো কোনো বিষয় প্রকাশ না করা কি ভুল? না, তা নয়, তবে সর্তক থাকতে হবে, তোমরা যেন তোমাদের বাবা-মাকে না ঠকাও।—হিতো ৩:৩২.
তোমাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলার জন্য তোমরা কী করতে পার? তোমাদের ও তাদের জন্য উপযুক্ত এমন সময় বাছাই করো। যদি কথা বলা তোমাদের জন্য কঠিন বলে মনে হয়, তা হলে বাবা অথবা মাকে চিঠি লিখে তোমাদের মনের কথা জানাও। তোমাদের বাবা-মা যদি এমন বিষয় নিয়ে কথা বলতে চায়, যেটা নিয়ে তোমরা কথা বলতে চাও না, তা হলে? মনে রাখবে, তারা সত্যিই তোমাদের সাহায্য করতে চায়। তোমাদের বাবা-মাকে শত্রু নয় বরং বন্ধু হিসেবে দেখো। তোমরা যদি তোমাদের বাবা-মায়ের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলার চেষ্টা করো, তা হলে তোমরা এখন ও সেইসঙ্গে চিরকাল উপকার লাভ করবে।—হিতো ৪:১০-১২.
আমার কিশোরকাল—কীভাবে আমি বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারি? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
এষ্টার ও পার্টিক নিজেদের বিষয়ে কী বুঝতে পেরেছিল?
যিশুর উদাহরণ থেকে তুমি কী শিখতে পার?
তোমার বাবা-মা তোমার জন্য কী কী করেছেন?
তোমাদের বাবা-মা চায় যেন তোমরা জীবনে সফল হও
বাইবেলের কোন নীতিগুলো তোমাকে তোমাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলার জন্য সাহায্য করতে পারে?