ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
কথাবার্তার নমুনা
প্রথম সাক্ষাৎa
প্রশ্ন: কীভাবে আপনি রোজকার জীবনের চাপের সঙ্গে মোকাবিলা করতে পারেন?
শাস্ত্রপদ: গীত ১৪৫:১৮, ১৯
পরের সাক্ষাতের জন্য: কেউ কেউ বলে, প্রার্থনা তাদের চাপের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। আপনার ক্ষেত্রেও কি তা-ই?
শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে এই শাস্ত্রপদটা খুঁজে বের করুন:
পুনর্সাক্ষাৎb
প্রশ্ন: কেউ কেউ বলে, প্রার্থনা তাদের চাপের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। আপনার ক্ষেত্রেও কি তা-ই?
শাস্ত্রপদ: যিশা ৪৮:১৭, ১৮
পরের সাক্ষাতের জন্য: জীবনে সুখী হওয়ার জন্য প্রার্থনা ছাড়াও আমাদের নির্দেশনা ও বুদ্ধির প্রয়োজন। কোথা থেকে আমরা সেই বুদ্ধি লাভ করতে পারি?
শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে এই শাস্ত্রপদটা খুঁজে বের করুন: