ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবার সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন
দায়ূদ যে-পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তা শেষ করার সুযোগ তার ছিল (১শমূ ২৪:৩-৫)
দায়ূদ তার পরিস্থিতিকে যিহোবার মতো করে দেখেছিলেন এবং নিজেকে দমন করেছিলেন (১শমূ ২৪:৬, ৭)
দায়ূদের এই বিশ্বাস ছিল যে, যিহোবা তার সমস্যার সমাধান করবেন (১শমূ ২৪:১২, ১৫; প্রহরীদুর্গ ০৪ ৪/১ ১৬ অনু. ৮)
শাস্ত্র অনুযায়ী সঠিক নয় এমন উপায়ে আমাদের পরীক্ষাগুলো শেষ করার পরিবর্তে, দায়ূদের মতো আমাদেরও যিহোবার সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।—যাকোব ১:৪; প্রহরীদুর্গ ০৪ ৬/১ ২২-২৩.