ঈশ্বরের বাক্যের গুপ্তধন
আসার মতো আপনি কি সাহসের সঙ্গে কাজ করেন?
আসা উদ্যোগের সঙ্গে বিশুদ্ধ উপাসনার পক্ষে কাজ করেছিলেন (১রাজা ১৫:১১, ১২; প্রহরীদুর্গ ১২ ৮/১৫ ৮ অনু. ৪)
আসা সাহসের সঙ্গে বিশুদ্ধ উপাসনাকে তার পরিবারের আগে রেখেছিলেন (১রাজা ১৫:১৩; প্রহরীদুর্গ ১৭.০৩ ১৯ অনু. ৭)
আসা যদিও ভুল করেছিলেন, কিন্তু তার উত্তম গুণাবলির জন্য যিহোবা তাকে বিশ্বস্ত হিসেবে দেখেছিলেন (১রাজা ১৫:১৪, ২৩; অন্তর্দৃষ্টি-১ ১৮৪-১৮৫, ইংরেজি)
নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমি কি বিশুদ্ধ উপাসনার প্রতি উদ্যোগ দেখাই? যিহোবাকে পরিত্যাগ করেছে এমন যে-কারো সঙ্গে কি আমি মেলামেশা করা বন্ধ করি, হোক সে আমার পরিবারের সদস্য?’—২যোহন ৯, ১০.