এলিয় একটা অলৌকিক কাজ করছেন আর ইলীশায় তা দেখছেন
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
আমাদের জন্য এক চমৎকার প্রশিক্ষণ
[২ রাজাবলি বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
এলিয় যখন এক অলৌকিক কাজ করেছিলেন, তখন ইলীশায় তা দেখেছিলেন (২রাজা ২:৮; প্রহরীদুর্গ ১৫ ৪/১৫ ১৩ অনু. ১৫; প্রচ্ছদচিত্র দেখুন)
ইলীশায় চমৎকার প্রশিক্ষণ পেয়ে তা নম্রভাবে কাজে লাগিয়েছিলেন (২রাজা ২:১৩, ১৪; প্রহরীদুর্গ ১৫ ৪/১৫ ১৩ অনু. ১৬)
মণ্ডলীতে যিহোবা প্রাচীনদের দায়িত্ব দিয়েছেন, যেন তারা অন্যদের প্রশিক্ষণ দেয়। (২তীম ২:২) তাই, ইচ্ছুক মনে এবং নম্রভাবে প্রাচীনদের প্রশিক্ষণ গ্রহণ করুন আর একজন নির্ভরযোগ্য ব্যক্তি হয়ে উঠুন।