খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
তাড়নার মধ্যেও আনন্দ বজায় রাখুন
খ্রিস্টানেরা জানে, তাদের তাড়না ভোগ করতে হবে। (যোহন ১৫:২০) যদিও তাড়নার সময় আমরা দুশ্চিন্তা করি এবং কখনো কখনো যন্ত্রণা ভোগ করি, তবে আমরা যখন তাড়নার মধ্যে ধৈর্য ধরি, তখন আনন্দ লাভ করি।—মথি ৫:১০-১২; ১পিতর ২:১৯, ২০.
আমরা আনন্দ বজায় রাখতে পারি . . . তাড়না সত্ত্বেও শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
ভাই বাজেনোভের অভিজ্ঞতা থেকে আমরা নীচে দেওয়া বিষয়গুলোর গুরুত্ব সম্বন্ধে কী শিখি?
প্রতিদিন বাইবেল পড়া
সহখ্রিস্টানদের কাছ থেকে সাহায্য লাভ করাa
সবসময় প্রার্থনা করা
রাজ্যের গানগুলো গাওয়া
অন্যদের কাছে আমাদের বিশ্বাস সম্বন্ধে বলা
a যে-খ্রিস্টানেরা জেলে রয়েছে, তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি। এমনকী আমরা তাদের নাম ধরেও প্রার্থনা করতে পারি। কিন্তু, শাখা অফিসের পক্ষে আমাদের ব্যক্তিগত চিঠিগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়।