খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের শেখান যে, কীভাবে তারা ঈশ্বরকে খুশি করতে পারে
যিহোবার দৃষ্টিতে সন্তানেরা এবং তরুণ-তরুণীরা খুবই মূল্যবান। তিনি লক্ষ করেন যে, কীভাবে তারা নিজেদের বিশ্বাস এবং তাঁর প্রতি নিজেদের ভালোবাসা বৃদ্ধি করছে এবং ধৈর্য ধরে তাঁর সেবা করে চলছে। (১শমূ ২:২৬; লূক ২:৫২) ছোটো সন্তানেরাও যখন ভালো আচরণ করে, তখন তারা যিহোবার হৃদয়কে আনন্দিত করে। (হিতো ২৭:১১) যিহোবা তাঁর সংগঠনের মাধ্যমে সন্তানদের জন্য অনেক চমৎকার পত্রপত্রিকা এবং ভিডিও তৈরি করিয়েছেন। এগুলোর সাহায্যে বাবা-মায়েরা তাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসতে এবং তাঁর আজ্ঞা পালন করতে শেখাতে পারেন।
অল্পবয়সিরা—তোমাদের ধৈর্য যিহোবাকে আনন্দিত করে! শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
বিগত কয়েক বছরে, যিহোবা কোন কোন উপায়ে সন্তানদের সাহায্য করেছেন এবং তাদের সঠিক পথ দেখিয়েছেন?
বর্তমানে, বাবা-মায়েরা কোন বিষয়গুলোর মাধ্যমে সন্তানদের শেখাতে পারেন?
অল্পবয়সিরা, যিহোবার দেওয়া কোন বিষয়টা থেকে তুমি সবচেয়ে বেশি উপকার পেয়েছ আর কেন?