ঈশ্বরের বাক্যের গুপ্তধন
বিশ্বস্ত থাকার জন্য সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই
ইয়োব ঈশ্বরকে দোষ দিয়েছিলেন (ইয়োব ২৭:১, ২)
যদিও ইয়োব ভুল করেছিলেন, তারপরও তিনি বলতে পেরেছিলেন, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি (ইয়োব ২৭:৫; অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ১২১০ অনু. ৪)
বিশ্বস্ত থাকার জন্য সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই বরং যিহোবার প্রতি ভালোবাসা থাকা প্রয়োজন (মথি ২২:৩৭; প্রহরীদুর্গ ১৯.০২ ৩ অনু. ৩-৫)
ধ্যানের জন্য: যিহোবা আমাদের কাছ থেকে সিদ্ধতা আশা করেন না। কীভাবে এই বিষয়টা জানা আমাদের হাল ছেড়ে না দিতে উৎসাহিত করে?