খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
আমরা যা চিন্তা করি, তাতেও আমাদের বিশ্বস্ত থাকতে হবে
আমরা যা বলি এবং যে-কাজ করি, শুধুমাত্র তাতেই বিশ্বস্ত থাকা যথেষ্ট নয়। আমরা যা চিন্তা করি, তাতেও আমাদের বিশ্বস্ত থাকতে হবে। (গীত ১৯:১৪) তাই, বাইবেল আমাদের উৎসাহিত করে, যেন আমরা এমন বিষয়গুলো নিয়ে চিন্তা করি, যেগুলো সত্য, গুরুত্বপূর্ণ, ঈশ্বরের দৃষ্টিতে সঠিক, শুদ্ধ, প্রীতিজনক, সুখ্যাতিযুক্ত, সদ্গুণসম্পন্ন এবং প্রশংসনীয়। (ফিলি ৪:৮) এটা ঠিক যে, আমরা সবসময় খারাপ চিন্তাভাবনাকে আমাদের মনে আসা থেকে আটকাতে পারব না। কিন্তু, আমরা যদি আত্মসংযম দেখাই, তা হলে আমরা আমাদের মন থেকে খারাপ চিন্তাভাবনা সরিয়ে ফেলতে পারব এবং ভালো বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারব। আমরা যখন ভালো বিষয়গুলো নিয়ে চিন্তা করব, তখন আমরা ভালো কাজও করতে পারব আর এভাবে আমরা বিশ্বস্ত থাকতে পারব।—মার্ক ৭:২১-২৩.
এই শাস্ত্রপদগুলোর নীচে লিখুন, আমাদের কোন কোন খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে: