ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp21 নং ১ পৃষ্ঠা ১৪-১৫
  • যেভাবে প্রার্থনা আপনাকে সাহায্য করতে পারে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেভাবে প্রার্থনা আপনাকে সাহায্য করতে পারে
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রার্থনা—এটা আপনার জন্য যা করতে পারে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • প্রার্থনায় ঈশ্বরের নিকটবর্তী হোন
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • “তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর”
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
wp21 নং ১ পৃষ্ঠা ১৪-১৫

যেভাবে প্রার্থনা আপনাকে সাহায্য করতে পারে

পামেলা নামে একজন মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চেয়েছিলেন যেন তার ভালো জায়গায় চিকিৎসা হয়। একইসঙ্গে, তিনি ঈশ্বরের কাছে শক্তি চেয়ে প্রার্থনাও করেছিলেন, যেন এই পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারেন। প্রার্থনা কি তাকে সাহায্য করেছিল?

পামেলা ব্যাখ্যা করেন, ‘ক্যান্সারের চিকিৎসা চলাকালীন আমি প্রায়ই আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু, আমি যখন যিহোবা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন মনের শান্তি লাভ করি এবং আমার ভয় কেটে যায়। এখনও আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি, তবে প্রার্থনা আমাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করে। লোকেরা যখন জানতে চায়, আমি কেমন আছি, তখন আমি তাদের বলি, যদিও আমার শরীর ভালো নেই কিন্তু আমি খুশি আছি।’

তবে, আমরা যে কেবলমাত্র গুরুতর অসুস্থতার সময়েই প্রার্থনা করব, এমন নয়। আমরা প্রত্যেকেই ছোটো কিংবা বড়ো বিভিন্ন সমস্যার মুখোমুখি হই আর আমরা প্রায়ই অনুভব করি, এই সমস্যা মোকাবিলা করার জন্য সাহায্যের প্রয়োজন। প্রার্থনা কি সাহায্য করতে পারে?

বাইবেল বলে: “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।” (গীতসংহিতা ৫৫:২২) কতই-না সান্ত্বনাদায়ক এক বাক্য! তা হলে, প্রার্থনা কীভাবে আমাদের সাহায্য করতে পারে? আপনি যখন ঈশ্বরের কাছে সঠিক উপায়ে প্রার্থনা করবেন, তখন তিনি আপনাকে আপনার সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন।—“প্রার্থনা করলে আপনি যা পেতে পারেন” শিরোনামের বাক্সটা দেখুন।

প্রার্থনা করলে আপনি যা পেতে পারেন

মনের শান্তি

সেই ব্যবসায়ী যিনি আগে তার কাজ হারিয়েছিলেন, তিনি আত্মবিশ্বাসের সঙ্গে হাসছেন ও হাঁটছেন।

“তোমাদের অনুরোধ ঈশ্বরকে জানাও; এতে ঈশ্বরের সেই শান্তি খ্রিস্ট যিশুর মাধ্যমে তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে, যে-শান্তির কথা মানুষ চিন্তাও করতে পারে না।” (ফিলিপীয় ৪:৬, ৭) আপনি যখন আপনার সমস্যার বিষয় ঈশ্বরকে বলবেন, তখন তিনি আপনাকে শান্ত থাকতে এবং উদ্‌বিগ্নতার মধ্যেও বিজ্ঞতার সঙ্গে কাজ করতে সাহায্য করবেন।

ঈশ্বরের কাছ থেকে প্রজ্ঞা

সেই মহিলা যিনি আগে একটা বই থেকে প্রার্থনা পুনরাবৃত্তি করছিলেন, তিনি ঘরে তার বাইবেল পড়ছেন।

“তোমাদের মধ্যে যদি কারো প্রজ্ঞার অভাব হয়, তা হলে সে ঈশ্বরের কাছে বার বার সেটার জন্য অনুরোধ করুক। এতে তিনি তাকে তা দেবেন, কারণ ঈশ্বর কারো উপর অসন্তুষ্ট না হয়ে সবাইকে উদারভাবে দান করেন।” (যাকোব ১:৫) কখনো কখনো চাপের মধ্যে থাকলে, আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আপনি যদি প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করেন, তা হলে ঈশ্বর আপনাকে বাইবেলের কিছু নীতি মনে করতে সাহায্য করবেন, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

শক্তি ও সান্ত্বনা

সেই দম্পতি যারা আগে হাসপাতালে ছিলেন, তারা একটা পার্কের মধ্যে একসঙ্গে হাঁটছেন। স্বামী তার স্ত্রীকে খুব ধীরে ধীরে ছড়ি ব্যবহার করতে সাহায্য করছেন।

“যিনি আমাকে শক্তি দেন, তাঁর মাধ্যমে আমি সব কিছুই করতে পারি।” (ফিলিপীয় ৪:১৩) সর্বশক্তিমান ঈশ্বর যিহোবা আপনাকে প্রয়োজনীয় শক্তি দিতে পারেন, যাতে আপনি বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করতে কিংবা পরীক্ষার মধ্যেও টিকে থাকতে পারেন। (যিশাইয় ৪০:২৯) এ ছাড়া, বাইবেল যিহোবাকে “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” বলে উল্লেখ করে। তিনি আমাদের “সমস্ত পরীক্ষার মধ্যে” সান্ত্বনা দিতে পারেন।—২ করিন্থীয় ১:৩, ৪.

আপনি কি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন?

যিহোবা তাঁর কাছে প্রার্থনা করার জন্য আপনাকে জোর করেন না। এর পরিবর্তে, তিনি প্রেমের সঙ্গে তা করার জন্য আপনাকে আমন্ত্রণ জানান। (যিরমিয় ২৯:১১, ১২) কিন্তু, যদি এইরকম মনে হয় আগে আপনি আপনার প্রার্থনার উত্তর পাননি, তা হলে? নিরুৎসাহিত হবেন না অথবা হাল ছেড়ে দেবেন না। অনেক সময় সন্তানরা বাবা-মায়ের কাছে কোনো জিনিস দাবি করে আর তখনই সেটা পেতে চায়। হতে পারে বাবা-মা তাদের ইচ্ছা অনুযায়ী কিংবা সঙ্গেসঙ্গে তা দেন না, কারণ তারা সন্তানদের জন্য আরও ভালো কিছু চিন্তা করেছেন। তবে, এটা নিশ্চিত বাবা-মা তাদের সন্তানদের ভালোবাসেন আর তাদের ভালো চান।

আমরা সবাই যিহোবা ঈশ্বরের সন্তান। তিনি আমাদের খুব ভালোবাসেন আর তিনি আমাদের ভালো চান। আপনি যদি বাইবেলের কথাগুলো স্মরণে রাখেন, যেগুলো আমরা আলোচনা করেছি, তা হলে তিনি আপনার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন।—গীতসংহিতা ৩৪:১৫; মথি ৭:৭-১১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার