ভূমিকা
বর্তমান জগতে যে-সমস্ত ঘটনা ঘটছে, সেগুলো কি দেখায় যে, এই জগতের শেষ খুব কাছেই? যদি তা-ই হয়ে থাকে, তা হলে এই জগতের শেষ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কী করতে পারি? আর শেষ আসার পর কী হবে? এই প্রশ্নগুলোর সান্ত্বনাদায়ক উত্তর আমরা বাইবেল থেকে পেতে পারি, যেগুলো নিয়ে এই সংখ্যার প্রবন্ধগুলোতে আলোচনা করা হয়েছে।