ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp21 নং ২ পৃষ্ঠা ৭-৯
  • শেষ কখন আসবে? যিশু যা বলেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শেষ কখন আসবে? যিশু যা বলেছিলেন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শেষ সম্বন্ধে যিশুর এই দুই উক্তি লক্ষ করুন:
  • শেষ সময়ের চিহ্ন
  • ‘শেষকাল’
  • এক পরমদেশ পৃথিবী একেবারেই কাছে!
  • আমরা কি “শেষ কালে” বাস করছি?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • ঈশ্বরের উদ্দেশ্য শীঘ্রই বাস্তবে রূপায়িত হবে
    জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন?
  • কী করে জানতে পারি যে আমরা “শেষ কালে” বাস করছি
    ঈশ্বর কি প্রতই আমাদের জন্য চিন্তা করেন?
  • জগতের শেষ ভীতিকর, রোমাঞ্চকর ও হতাশাজনক
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
wp21 নং ২ পৃষ্ঠা ৭-৯
যিশু তাঁর শিষ্যদের শেষকালের চিহ্ন সম্বন্ধে ব্যাখ্যা করছেন।

শেষ কখন আসবে?

আমরা যেমন আগের প্রবন্ধে শিখেছি, বাইবেল যখন এই জগতের শেষ সম্বন্ধে বলে, এটি আসলে এই পৃথিবী কিংবা মানবজাতির শেষকে বোঝায় না। এর পরিবর্তে, এটি বর্তমান সময়ের মন্দ লোক আর তাদের মন্দ কাজের শেষকে বোঝায়। কিন্তু মন্দতার শেষ কবে আসবে, সেই বিষয়ে বাইবেল কী জানায়?

শেষ সম্বন্ধে যিশুর এই দুই উক্তি লক্ষ করুন:

“তাই, জেগে থেকো, কারণ তোমরা সেই দিন এবং সেই সময় জান না।”—মথি ২৫:১৩.

“তোমরা সতর্ক থেকো, সজাগ থেকো, কারণ নিরূপিত সময় কখন আসবে, তা তোমরা জান না।”—মার্ক ১৩:৩৩.

এই বর্তমান জগতের শেষ কবে হবে, তা আমরা কেউই জানি না। কিন্তু, ঈশ্বর তা জানেন। তাঁর একটা “নিরূপিত সময়” রয়েছে আর সেই নির্দিষ্ট ‘দিন এবং সেই সময়ে’ তিনি শেষ আনবেন। (মথি ২৪:৩৬) তার মানে কি এই যে, জগতের শেষ কবে আসবে, সেই বিষয়ে আমরা কিছুই জানতে পারব না? একেবারেই নয়! কারণ যিশু তাঁর শিষ্যদের এমন কিছু ঘটনা ঘটবে বলে জানিয়েছিলেন, যেগুলো দেখে তারা বুঝতে পারবে যে, শেষ খুব কাছেই।

শেষ সময়ের চিহ্ন

যিশুর বলা ঘটনাগুলোই “এই বিধিব্যবস্থার শেষ সময়ের” চিহ্ন। তিনি বলেছিলেন: “এক জাতি আরেক জাতিকে এবং এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করবে আর একের-পর-এক স্থানে খাদ্যের অভাব দেখা দেবে এবং ভূমিকম্প হবে।” (মথি ২৪:৩, ৭) তিনি এও বলেছিলেন যে, “মহামারি” দেখা দেবে। (লূক ২১:১১) আপনার কী মনে হয়, বর্তমানে কি এগুলো ঘটছে?

বর্তমানে সারা পৃথিবীর লোক যুদ্ধ, খাবারের অভাব, ভূমিকম্প এবং একের-পর-এক রোগের কারণে কষ্ট ভোগ করছে। যেমন, ২০০৪ সালে, ভারত মহাসাগর থেকে আসা এক বিরাট সুনামির কারণে প্রায় ২,২৫,০০০ লোক মারা যায়। এ ছাড়া, গত তিন বছরে কোভিড-১৯ অতিমারির কারণে পৃথিবীব্যাপী প্রায় ৬৯ লক্ষ লোক মারা গিয়েছে। এই ধরনের ঘটনাগুলোর বিষয়েই যিশু বলেছিলেন, যেগুলো দেখে আমরা বুঝতে পারব যে, শেষ একেবারেই কাছে।

‘শেষকাল’

বাইবেল বর্তমান জগতের শেষ হওয়ার আগের সময়টাকে ‘শেষকাল’ বলে। (২ পিতর ৩:৩, ৪) দ্বিতীয় তীমথিয় ৩:১-৫ পদ বলে যে, শেষকালে লোকেরা নৈতিক দিক দিয়ে একেবারে নীচে নেমে যাবে। (“এই জগৎ শেষ হওয়ার ঠিক আগে যা ঘটবে,” শিরোনামের বাক্সটা দেখুন।) আপনি কি লক্ষ করেছেন, বর্তমানে লোকেরা আরও বেশি স্বার্থপর, লোভী, হিংস্র এবং ভালোবাসাহীন হয়ে পড়েছে? এটাও হল একটা প্রমাণ যে, আমরা বর্তমান জগতের একদম শেষের দিকে বাস করছি।

শেষকাল কি অনেক লম্বা এক সময়? না। বাইবেল বলে, শেষকাল হচ্ছে “অল্প” সময়। এরপর, “যারা পৃথিবীকে ধ্বংস করছে,” ঈশ্বর তাদের ধ্বংস করে দেবেন।—প্রকাশিত বাক্য ১১:১৫-১৮; ১২:১২.

যুদ্ধ

যুদ্ধের মধ্যে সৈন্যরা ব্যারিকেডের পিছন থেকে গুলি করছে।
  • ২০০৭ থেকে ২০১৭ সালে সশস্ত্র সংঘর্ষ এবং সন্ত্রাসের কারণে মৃত্যুর হার ১১৮ শতাংশ বেড়েছে

রোগব্যাধি

হাসপাতালের একটা বেডে একজন অসুস্থ ব্যক্তি শুয়ে রয়েছেন।
  • হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, নবজাত শিশুদের রোগ, ডায়রিয়া-জাতীয় রোগ, ক্যান্সার ও যক্ষ্মার (টিবি) মতো রোগ অনেকের জীবন কেড়ে নিয়েছে

খাবারের অভাব

একটি অসহায় ছোটো মেয়ে খাবারের আশায় বাটি হাতে নিয়ে বসে আছে।
  • ২০২১ সালে পৃথিবীর জনসংখ্যার প্রায় ৯.৮ শতাংশ লোককে খালি পেটে থাকতে হয়েছে আর পাঁচ বছরের নীচের তিন জনের মধ্যে প্রায় এক জন শিশু অপুষ্টিতে ভুগেছে এবং তাদের শারীরিক বৃদ্ধি হ্রাস পেয়েছে

বিশ্বব্যাপী প্রচার কাজ

যিহোবার সাক্ষিরা ট্রলির পাশে দাঁড়িয়ে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছে।
  • ৮৬ লক্ষেরও বেশি যিহোবার সাক্ষিরা ২৪০টা দেশে প্রচার করছে এবং ১,০০০রেরও বেশি ভাষায় সাহিত্যাদি ও ভিডিও প্রকাশ করছে

এক পরমদেশ পৃথিবী একেবারেই কাছে!

এই বর্তমান জগতের মন্দ বিষয়গুলো শেষ করার জন্য ঈশ্বর ইতিমধ্যেই একটা নির্দিষ্ট দিন ও সময় স্থির করে রেখেছেন। (মথি ২৪:৩৬) কিন্তু তিনি “চান না, কেউ ধ্বংস হয়ে যাক।” (২ পিতর ৩:৯) কেন? কারণ তিনি চান, আমরা যেন জগতের শেষ থেকে রক্ষা পাই আর তিনি যে-পরমদেশ জগৎ আনতে চলেছেন, সেখানে বেঁচে থাকতে পারি। তাই, তিনি আমাদের তাঁর ইচ্ছা সম্বন্ধে শেখার এবং সেই অনুযায়ী চলার সুযোগ দিয়েছেন।

যিশু বলেছিলেন যে, এই জগতের শেষ আসার আগে “পুরো পৃথিবীতে” এক শিক্ষাদানের কাজ করা হবে। (মথি ২৪:১৪) বর্তমানে যিহোবার সাক্ষিরা সারা পৃথিবীতে লোকদের এই সুসমাচার প্রচার করছে যে, খুব শীঘ্রই নতুন জগৎ আসতে চলেছে, যখন ঈশ্বরের রাজ্য এই পৃথিবীর উপর শাসন করবে। তারা পুরো পৃথিবীতে লোকদের রাজ্যের সুসমাচার শোনানোর জন্য আর ঈশ্বর সম্বন্ধে শেখানোর জন্য কোটি কোটি ঘণ্টা ব্যয় করেছে।

খুব শীঘ্রই ঈশ্বর মন্দ জগৎকে ধ্বংস করে দেবেন। কিন্তু, এই ধ্বংস থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং ঈশ্বর যে-পরমদেশ পৃথিবীর প্রতিজ্ঞা করেছেন, সেখানে আপনি বাস করতে পারেন। এর জন্য আপনাকে কী করতে হবে, তা পরবর্তী প্রবন্ধে আলোচনা করা হবে।

এই জগৎ শেষ হওয়ার ঠিক আগে যা ঘটবে

“শেষকালে পরিস্থিতি কঠিন ও বিপদজনক হবে। কারণ লোকেরা নিজেদের ভালোবাসবে, টাকাপয়সাকে ভালোবাসবে, অহংকারী হবে, উদ্ধত হবে, নিন্দা করবে, বাবা-মায়ের অবাধ্য হবে, অকৃতজ্ঞ হবে, আনুগত্য দেখাবে না, স্নেহ দেখাবে না, আপোশ করতে চাইবে না, অপবাদ দেবে, সংযমের অভাব দেখাবে, হিংস্র হবে, ভালো বিষয়কে ঘৃণা করবে, বিশ্বাসঘাতকতা করবে, নিজের ইচ্ছামতো কাজ করবে, গর্বে অন্ধ হয়ে যাবে, ঈশ্বরকে ভালোবাসবে না বরং আমোদপ্রমোদকে ভালোবাসবে। তারা ঈশ্বরের প্রতি ভক্তি দেখানোর ভান করবে, কিন্তু সেই ভক্তি অনুযায়ী জীবনযাপন করবে না; তুমি এইরকম লোকদের কাছ থেকে দূরে থেকো।”—২ তীমথিয় ৩:১-৫.

‘শেষকাল’ সম্বন্ধে যিশুর করা ভবিষ্যদ্বাণী আমাদের আশা জোগায়

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার