ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp22 নং ১ পৃষ্ঠা ৩
  • ঘৃণার উপর জয়লাভ!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘৃণার উপর জয়লাভ!
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঘৃণার চক্রের পিছনে কী রয়েছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • ভূমিকা
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • ঘৃণা চিরকালের জন্য শেষ হয়ে যাবে!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • সব জায়গার লোকই ঘৃণার শিকার হয়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
wp22 নং ১ পৃষ্ঠা ৩
কোলাজ: একজন ব্যক্তি খুবই কষ্ট পাচ্ছেন কারণ আশেপাশের লোকেরা তার প্রতি ঘৃণা দেখাচ্ছে। ১. এক মহিলার হাতে ফোন আছে আর তিনি তাকে তুচ্ছ করছেন। ২. আরেক মহিলা তাকে অপমান করছেন। ৩. এক ব্যক্তির হাতে নিউজপেপার আছে আর তিনি চোখ-মুখ কুঁচকে তার প্রতি বিরক্তি প্রকাশ করছেন। ৪. টিভিতে এক রিপোর্টারকে দেখা যাচ্ছে।

ঘৃণার উপর জয়লাভ!

আপনি কি কখনো ঘৃণার শিকার হয়েছেন?

আপনি নিজে ঘৃণার শিকার না হলেও হয়তো অন্যদের সঙ্গে এমনটা ঘটতে দেখেছেন। আমরা খবরেও শুনি বা দেখি যে, লোকেরা সমকামী ব্যক্তিদের এবং অন্য বর্ণ ও জাতির লোকদের ঘৃণা করে। এর কারণে তারা বিভিন্ন অপরাধ করে থাকে আর তা নিয়ন্ত্রণ করার জন্য অনেক দেশের সরকার বিভিন্ন আইন তৈরি করেছে।

ঘৃণা থেকেই ঘৃণা জন্মায়। একজন ব্যক্তি যখন ঘৃণার শিকার হন, তখন তিনি অন্যদের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন আর এমনকী ক্ষতি করার চেষ্টা করেন। এভাবে, ঘৃণার চক্র চলতে থাকে।

হতে পারে, আপনিও ভেদাভেদ, ঠাট্টাতামাশা, অপমান ও হুমকির মুখোমুখি হয়েছেন। কিন্তু, লোকেরা ঘৃণার কারণে এর চেয়েও আরও বেশি কিছু করতে পারে। যেমন, জিনিসপত্র ভাঙচুর করা, অন্যদের উত্ত্যক্ত করা, ধর্ষণ, খুন ও এমনকী গণহত্যা। এই সমস্ত কিছুর মাধ্যমে তারা নিষ্ঠুরভাবে নিজেদের রাগ ও আক্রোশ প্রকাশ করে।

এই পত্রিকায় আমরা নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পাব আর দেখব, কীভাবে ঘৃণার উপর জয় লাভ করা যায়:

  • কেন লোকদের মধ্যে এত বেশি ঘৃণা রয়েছে?

  • কীভাবে ঘৃণার এই চক্র থেকে বের হয়ে আসা যায়?

  • ঘৃণা কি কখনো পুরোপুরিভাবে শেষ হবে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার