ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w22 জুন পৃষ্ঠা ২৯
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন!”
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যীশু জীবিত!
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
w22 জুন পৃষ্ঠা ২৯

আপনি কি জানতেন?

রোমীয়রা কি একজন সাধারণ ব্যক্তির দেহ কবরে রাখার অনুমতি দিত, যাকে তারা যিশুর মতো যাতনাদণ্ডে বিদ্ধ করে হত্যা করেছে?

যিশুর শিষ্যেরা তাঁর দেহকে যাতনাদণ্ড থেকে নামিয়ে কাপড় দিয়ে জড়াচ্ছেন।

বাইবেল বলে, যিশুকে দু-জন অপরাধীর মাঝে বিদ্ধ করে হত্যা করা হয়েছিল। আর বেশিরভাগ লোকই এই বিষয়টা বিশ্বাস করে। (মথি ২৭:৩৫-৩৮) বাইবেল এও বলে, তাঁর মৃত্যুর পর তাঁর দেহ একটা কবরে রাখা হয়েছিল। কিন্তু সেটা সত্যিই হয়েছিল কি না, সেই বিষয়ে কেউ কেউ প্রশ্ন করেছে।—মার্ক ১৫:৪২-৪৬.

কিছু লোকেরা মনে করে, যে-ব্যক্তিদের যাতনাদণ্ডে বিদ্ধ করে হত্যা করা হত, তাদের দেহ কবরে রাখার অনুমতি দেওয়া হত না। এই বিষয়ে এরিয়েল সাবার নামে একজন সাংবাদিক স্মিথসোনিয়ান নামে একটা পত্রিকায় লিখেছিলেন, ‘সেই সময় শুধুমাত্র অপরাধীদের এভাবে হত্যা করা হত। তাই, কিছু কিছু পণ্ডিতেরা মনে করেছিলেন, রোমীয় সরকার কখনোই এই ধরনের অপরাধীদের দেহ কবরে রাখার অনুমতি দিত না।‘ রোমীয়রা চেয়েছিল যাতে সকলের সামনে তাদের অসম্মান হয়। এইরকম জানা যায় যে, তাদের মৃতদেহ যাতনাদণ্ডেই রেখে দেওয়া হত যাতে পশুপাখিরা তাদের মৃতদেহ ছিঁড়ে খেতে পারে। আর তারপর, তাদের সেই মৃতদেহের বাকি অংশ অন্য অপরাধীদের মৃতদেহের সঙ্গে ফেলে দেওয়া হত।

কিন্তু, এর মানে কি এই যে, সমস্ত যিহুদি অপরাধীদেরই সসম্মানে কবরে রাখা হয়নি? ১৯৬৮ সালে জেরুসালেমের কাছে প্রত্নতত্ত্ববিদরা খোঁড়াখুঁড়ি করার সময় একটা অবাক করার মতো জিনিস পান। তারা সেখানে একটা যিহুদি পরিবারের কবরের মধ্যে একটা বাক্স খুঁজে পান, যার মধ্যে একজন ব্যক্তির হাড়গোড় রাখা ছিল। এই ব্যক্তিকে প্রথম শতাব্দীতে হত্যা করা হয়েছিল আর তারপর কবরে রাখা হয়েছিল। সেই বাক্সের মধ্যে ওই ব্যক্তির পায়ের গোড়ালির হাড় পাওয়া যায় আর তার গোড়ালি একটা ৪.৫ ইঞ্চি (১১.৫ সেন্টিমিটার) পেরেক দিয়ে একটা কাঠের সঙ্গে ঠোকা ছিল। এই বিষয়ে এরিয়েল সাবার লেখেন, ‘যিশুকে কবরে রাখা হয়েছিল অথবা হয়নি, এটা নিয়ে বহু বছর ধরে পণ্ডিতেরা নিজেদের মধ্যে তর্কবিতর্ক করছিলেন। কিন্তু, এরপর ইয়েহোখনেন নামে একজন ব্যক্তির গোড়ালির হাড় পাওয়া যায়, যাকে যিশুর সময়ে ক্রুশে টাঙিয়ে হত্যা করা হয়েছিল। এখান থেকে এটা স্পষ্ট হয় যে, যিশুকে কবরে রাখার বিষয়ে বাইবেলে যা লেখা ছিল, তা একেবারেই সত্য। আর আমরা বলতে পারি যে, রোমীয় সরকার কোনো কোনো যিহুদি অপরাধীকে কবরে রাখার অনুমতি দিয়েছিল।’

ইয়েহোখনেনের হাড় দেখে এটা তো বলা সম্ভব নয় যে, যিশুকে কীভাবে টাঙানো হয়েছিল আর এই বিষয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্নরকম মতামত রয়েছে। কিন্তু, এটা দেখে এই বিষয়টা বুঝতে পারা যায় যে, সেই সময়কার যাতনাদণ্ডে বিদ্ধ করা সমস্ত অপরাধীর দেহ ফেলে দেওয়া হয়নি, কিন্তু কোনো কোনো অপরাধীর দেহ সসম্মানে কবরে রাখা হয়েছিল। এটা এই বিষয়ে স্পষ্ট প্রমাণ দেয় যে, বাইবেলে যিশুকে কবরে রাখার বিষয়ে যা বলা হয়েছে, তা একেবারেই সত্য আর আমরা এর উপর বিশ্বাস করতে পারি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল যিহোবা আগেই বলেছিলেন যে, যিশুকে ধনীদের সঙ্গে কবরে রাখা হবে আর ঈশ্বরের করা ভবিষ্যদ্‌বাণী পূর্ণ হওয়ার ক্ষেত্রে কেউই বাধা দিতে পারে না।—যিশা. ৫৩:৯; ৫৫:১১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার