ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w22 জুলাই পৃষ্ঠা ৮-১৩
  • যিশুর নেতৃত্বের অধীনে ক্রমাগত কাজ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশুর নেতৃত্বের অধীনে ক্রমাগত কাজ করুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন
  • যিশু এক দাসকে নিযুক্ত করেছেন
  • যিশু সংগঠনের মাধ্যমে আমাদের নির্দেশনা দিচ্ছেন
  • বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • তারা ‘মেষশাবকের অনুগামী হয়’
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একজন “দাস,” যে একইসঙ্গে বিশ্বস্ত ও বুদ্ধিমান
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস“ কে আর তারা কী করে থাকে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
w22 জুলাই পৃষ্ঠা ৮-১৩

অধ্যয়ন প্রবন্ধ ২৯

যিশুর নেতৃত্বের অধীনে ক্রমাগত কাজ করুন

“স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে।”—মথি ২৮:১৮.

গান ৫ খ্রিস্ট, আমাদের আদর্শ

সারাংশa

১. যিহোবার ইচ্ছা কী?

যিহোবার ইচ্ছা হল যেন পুরো পৃথিবীতে সুসমাচার প্রচার করা হয়। (মার্ক ১৩:১০; ১ তীম. ২:৩, ৪) এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, তাই যিহোবা তাঁর পুত্রকে এই কাজের দায়িত্ব দিয়েছেন কারণ যিশু খুব ভালোভাবে এই কাজে নেতৃত্ব দিতে পারেন। তাই, আমরা নিশ্চিত থাকতে পারি, শেষ আসার আগে পুরো পৃথিবীতে প্রচার কাজ শেষ হবে, যেমনটা যিহোবা চান।—মথি ২৪:১৪.

২. এই প্রবন্ধে আমরা কী জানতে পারব?

২ এই প্রবন্ধে আমরা জানতে পারব, কীভাবে যিশু ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে’ ব্যবহার করে ঈশ্বরের বাক্য থেকে নির্দেশনা দিচ্ছেন এবং পুরো পৃথিবীতে হওয়া প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন। (মথি ২৪:৪৫) আমরা এও জানতে পারব, কীভাবে আমরা যিশু এবং বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে সমর্থন করতে পারি।

যিশু প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন

৩. যিশুকে কোন কর্তৃত্ব দেওয়া হয়েছে?

৩ বর্তমানে, যিশু প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন। কীভাবে আমরা তা বলতে পারি? লক্ষ করুন, যিশু স্বর্গে যাওয়ার আগে গালীলে তাঁর শিষ্যদের কী বলেছিলেন। তিনি বলেছিলেন: “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। তাই যাও, তোমরা সমস্ত জাতির লোকদের শিষ্য করো।” (মথি ২৮:১৮, ১৯) এখান থেকে আমরা বুঝতে পারি, যিশুকে কর্তৃত্ব দেওয়া হয়েছে যেন তিনি প্রচার কাজে নেতৃত্ব দিতে পারেন।

৪. কেন আমরা বলতে পারি, বর্তমানে যিশু প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন?

৪ যিশু বলেছিলেন, “সমস্ত জাতির” কাছে প্রচার করতে হবে এবং তাদের শিষ্য তৈরি করতে হবে। এরপর, যিশু তাঁর শিষ্যদের আশ্বস্ত করেছিলেন, “এই বিধিব্যবস্থার শেষ সময় পর্যন্ত” তিনি তাদের সঙ্গে সঙ্গে থাকবেন। (মথি ২৮:২০) তাই আমরা বলতে পারি, বর্তমানেও যিশু প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন।

৫. আমরা গীতসংহিতা ১১০:৩ পদের ভবিষ্যদ্‌বাণী কীভাবে পরিপূর্ণ করছি?

৫ যিশু এই বিষয়ে চিন্তিত ছিলেন না যে, পুরো পৃথিবীতে প্রচার করার জন্য যথেষ্ট লোক থাকবে কি না। তিনি জানতেন, শেষকালে গীতরচকের এই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ হবে: “তোমার বিক্রম-দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে।” (গীত. ১১০:৩) আমরা যখন প্রচার করি, তখন এই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করি আর যিশু এবং বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে সমর্থন করি। বর্তমানে, এই কাজ খুবই উদ্যোগের সঙ্গে করা হচ্ছে, কিন্তু কিছু সমস্যাও রয়েছে।

৬. বর্তমানে আমরা কোন সমস্যার মুখোমুখি হচ্ছি?

৬ একটা সমস্যা হল, লোকেরা আমাদের বিরোধিতা করে। ধর্মভ্রষ্ট ব্যক্তিরা, ধর্মীয় গুরুরা এবং নেতারা আমাদের কাজ সম্বন্ধে মিথ্যা কথা ছড়ায়। তাই আমাদের আত্মীয়স্বজন, পরিচিত ব্যক্তি এবং যারা আমাদের সঙ্গে কাজ করে, তারা যখন সেগুলো শোনে, তখন তারা আমাদের চাপ দেয় যেন আমরা যিহোবার সেবা বন্ধ করে দিই এবং প্রচার না করি। আবার কিছু দেশে ভাই-বোনদের হুমকি দেওয়া হয়, তাদের উপর হামলা করা হয়, তাদের গ্রেপ্তার করা হয়, এমনকী তাদের জেলেও দেওয়া হয়। কিন্তু, আমরা এতে অবাক হই না কারণ অনেক আগেই যিশু বলেছিলেন, এগুলো ঘটবে। তিনি বলেছিলেন, “আমার নামের জন্য সমস্ত জাতি তোমাদের ঘৃণা করবে।” (মথি ২৪:৯) আমাদের মনে রাখা উচিত, আমরা সঠিক কাজ করছি এবং যিহোবা আমাদের উপর সন্তুষ্ট, তাই আমাদের বিরোধিতা করা হচ্ছে। (মথি ৫:১১, ১২) শয়তানই আসলে লোকদের দিয়ে আমাদের বিরোধিতা করায়। কিন্তু, যিশুর সামনে সে কিছুই নয়! বর্তমানে, যিশুর সাহায্য পুরো পৃথিবীতে প্রচার করা হচ্ছে। আসুন, এই বিষয়ে আরও জানি।

৭. কীভাবে প্রকাশিত বাক্য ১৪:৬, ৭ পদের ভবিষ্যদ্‌বাণী বর্তমানে পরিপূর্ণ হচ্ছে?

৭ আরেকটা সমস্যা হল লোকদের কাছে তাদের নিজেদের ভাষায় সুসমাচার জানানো। কেন? কারণ এখন পুরো পৃথিবীতে লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলে। কিন্তু, যিশু প্রেরিত যোহনকে দর্শনে দেখিয়েছিলেন যে, শেষকালে সমস্ত ভাষার লোকের কাছে সুসমাচার জানানো হবে। (পড়ুন, প্রকাশিত বাক্য ১৪:৬, ৭.) বর্তমানে এটাই হচ্ছে। আমরা যত সম্ভব লোকদের কাছে তাদের নিজেদের ভাষায় সুসমাচার জানানোর চেষ্টা করছি। লোকেরা আমাদের ওয়েবসাইটে ১,০০০-রেরও বেশি ভাষায় বাইবেলভিত্তিক পত্রিকা ও বই পড়তে পারে। লোকদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার জন্য চিরকাল জীবন উপভোগ করুন! শিরোনামের যে-বইটা রয়েছে, সেটা ৭০০-রও বেশি ভাষায় তৈরি করা হচ্ছে। যারা শুনতে পায় না, তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজে অনেক ভিডিও এবং যারা দেখতে পায় না, তাদের জন্য ব্রেইল ভাষায় বিভিন্ন প্রকাশনা তৈরি করা হচ্ছে। বর্তমানে, আমরা আমাদের চোখের সামনে বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো পরিপূর্ণ হতে দেখছি। “জাতিগণের সর্ব্ব ভাষাবাদী দশ দশ পুরুষ” বর্তমানে “বিশুদ্ধ ওষ্ঠ” বা ভাষা বলতে শিখছে অর্থাৎ সত্য শিখছে। (সখ. ৮:২৩; সফ. ৩:৯) এই সব কিছু সম্ভব হচ্ছে, কারণ যিশু প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন।

৮. প্রচার কাজের কোন ভালো ফলাফল দেখা যাচ্ছে?

৮ বর্তমানে, প্রচার কাজের ভালো ফলাফল দেখা যাচ্ছে। দেশ ও দ্বীপ মিলিয়ে ২৪০-টারও বেশি জায়গায় ৮০ লক্ষেরও বেশি লোক যিহোবার সংগঠনের অংশ এবং প্রতি বছর এক লক্ষেরও বেশি লোক বাপ্তিস্ম নিয়ে যিহোবার সংগঠনের অংশ হচ্ছে। এর থেকেও আনন্দের বিষয় হল, তারা “নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো” পরছে অর্থাৎ নিজেদের মধ্যে ভালো গুণগুলো গড়ে তুলছে। (কল. ৩:৮-১০) এদের মধ্যে অনেকে আগে অনৈতিক কাজ করত, হিংস্র স্বভাবের ছিল, দেশভক্ত ছিল এবং এদের মধ্যে ভেদাভেদের মনোভাব ছিল। কিন্তু, এখন তারা পুরোপুরি পালটে গিয়েছে। আজ যিশাইয় ২:৪ পদের ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ হচ্ছে, যেটা বলে: “তাহারা আর যুদ্ধ শিখিবে না।” আমরা যখন নিজেদের মধ্যে ভালো গুণগুলো গড়ে তুলি, তখন তা দেখে লোকেরা যিহোবার সংগঠনের প্রতি আকৃষ্ট হয়। আর এভাবে আমরা দেখাই, আমরা যিশুকে অনুসরণ করছি। (যোহন ১৩:৩৫; ১ পিতর ২:১২) প্রচার কাজে যে-ভালো ফলাফল হচ্ছে, তা এমনি এমনিই হচ্ছে না বরং যিশুর সাহায্যেই তা সম্ভব হচ্ছে।

যিশু এক দাসকে নিযুক্ত করেছেন

৯. মথি ২৪:৪৫-৪৭ পদে শেষকাল সম্বন্ধে কী ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল?

৯ মথি ২৪:৪৫-৪৭ পদ পড়ুন। যিশু বলেছিলেন যে, শেষকালে তিনি ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে’ নিযুক্ত করবেন, যারা ঈশ্বরের বাক্য থেকে আমাদের নির্দেশনা দেবে। আর আজ আমরা সেটাই দেখতে পাই। অভিষিক্ত খ্রিস্টানদের একটা ছোটো দলকে ব্যবহার করে, যিশু ঈশ্বরের লোকদের এবং আগ্রহী ব্যক্তিদের ‘উপযুক্ত সময়ে খাবার’ দেন। বর্তমানে, এই দাস অনেক পরিশ্রম করে, কিন্তু তারা আমাদের বিশ্বাসের উপর কর্তৃত্ব করে না। (২ করি. ১:২৪) এর পরিবর্তে, তারা যিশুকে “একজন নেতা ও তাদের সেনাপতি” হিসেবে দেখে থাকে।—যিশা. ৫৫:৪; বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

কোলাজ: অতীত কাল থেকে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে আলাদা আলাদা প্রকাশনা ব্যবহার করে বাইবেল অধ্যয়ন করানো হয়েছে। ১. ১৯৪৬: “ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাউক।” একজন বোন প্রচার করার সময় এক দম্পতিকে এই বইটা দিচ্ছেন। ২. ১৯৬৮: “যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়।” একজন ব্যক্তি তার ঘরে বসে এই বইটা পড়ছেন। ৩. ১৯৮২: “আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন।” একজন ভাই এই বই দিয়ে একজন ব্যক্তিকে অধ্যয়ন করাচ্ছেন। ৪. ১৯৯৫: “জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে।” একজন ভাই এই বই দিয়ে একজন ব্যক্তিকে অধ্যয়ন করাচ্ছেন। তারা দু-জনে একই জায়গায় কাজ করেন এবং লাঞ্চ ব্রেকের সময় কথা বলছেন। ৫. ২০০৫ ও ২০১৫: “বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?” এবং “বাইবেল আমাদের কী শিক্ষা দেয়?” বই। একজন বোন এই বই দিয়ে একজন মহিলাকে বাইবেল অধ্যয়ন করাচ্ছেন। ৬. ২০২১: “চিরকাল জীবন উপভোগ করুন!” একজন বোন ভিডিও কলের মাধ্যমে একজন মহিলাকে এই বই ব্যবহার করে অধ্যয়ন করাচ্ছেন।

১০. ছবিতে দেখানো বইগুলোর মধ্য থেকে কোনটা পড়ে আপনি যিহোবার সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন?

১০ বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস ১৯১৯ সাল থেকে বেশ কিছু প্রকাশনা বের করেছে, যেগুলোর মাধ্যমে লোকেরা বাইবেলের সত্য সম্বন্ধে জানতে পেরেছে। এই প্রকাশনাগুলো উপযুক্ত সময়ে পাওয়া খাবারের মতো ছিল, যেগুলো পড়ার মাধ্যমে লোকেরা বাইবেলের সত্য সম্বন্ধে জানতে পেরেছিল। এই দাস ১৯২১ সালে ঈশ্বরের বীণা (ইংরেজি) বই প্রকাশ করে এবং সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইবেল অধ্যয়ন করানোর জন্য নতুন নতুন প্রকাশনা তৈরি করে। যেমন, ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাউক (ইংরেজি), যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে, বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?, বাইবেল আমাদের কী শিক্ষা দেয়? (ইংরেজি) এবং এখন আমরা এক নতুন বই পেয়েছি চিরকাল জীবন উপভোগ করুন! এগুলোর মধ্য থেকে কোন বইটা পড়ে আপনি যিহোবা সম্বন্ধে জেনেছেন এবং তাঁর নিকটে এসেছেন?

১১. কেন আমাদের যিহোবা এবং বাইবেল সম্বন্ধে ক্রমাগত শেখা প্রয়োজন?

১১ বাইবেল ছাত্রদেরই যে শুধু ভালো ‘খাবারের’ দরকার, এমন নয়। আমাদেরও এই খাবারের প্রয়োজন রয়েছে অর্থাৎ যিহোবা এবং বাইবেল সম্বন্ধে আরও ভালো করে শেখা প্রয়োজন। এই বিষয়ে পৌল বলেছিলেন, ‘শক্ত খাবার পূর্ণবয়স্কদের জন্য।’ পৌল আরও বলেছিলেন, আমরা যদি এই খাবার খাই এবং যা শিখি, সেগুলো কাজে লাগাই, তা হলে আমরা “সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য” করতে পারব। (ইব্রীয় ৫:১৪) বর্তমানে, জগতের মান দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু, যিশু এই বিষয়ে খেয়াল রাখছেন, যেন বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস বাইবেল থেকে আমাদের সঠিক সময়ে খাবার জোগায়, যাতে আমাদের বিশ্বাস বাড়তে পারে।

১২. কীভাবে আমরা যিশুর মতো ঈশ্বরের নামের গৌরব করেছি?

১২ যিশু যেমন ঈশ্বরের নামের গৌরব করেছিলেন, ঠিক একইভাবে বর্তমানে আমরাও তাঁর নামের গৌরব করি। (যোহন ১৭:৬, ২৬) ১৯৩১ সালে আমরা যিহোবার সাক্ষি নাম গ্রহণ করি, যেটা বাইবেল থেকেই নেওয়া হয়েছে। এভাবে আমরা দেখিয়েছি যে, আমাদের পিতার নাম যিহোবা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আর আমরা যিহোবার সাক্ষি নামে পরিচিত হতে চাই। (যিশা. ৪৩:১০-১২) ১৯৩১ সালের অক্টোবর মাস থেকে প্রহরীদুর্গ পত্রিকার প্রথম পৃষ্ঠায় যিহোবা নামটা ছাপতে শুরু হয়। নতুন জগৎ অনুবাদ বাইবেলে সেই সব জায়গায় ঈশ্বরের নাম দেওয়া হয়েছে, যেখানে যেখানে সেগুলো থাকার কথা। চার্চগুলো তাদের বাইবেল থেকে ঈশ্বরের নাম সরিয়ে দিয়েছে, কিন্তু আমরা তাঁর নামের গৌরব করেছি। আমাদের সংগঠন চার্চগুলো থেকে কতই-না আলাদা!

যিশু সংগঠনের মাধ্যমে আমাদের নির্দেশনা দিচ্ছেন

১৩. কেন আপনি নিশ্চিত যে, বর্তমানে বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের মাধ্যমে যিশু এই সংগঠনকে পরিচালনা করছেন? (যোহন ৬:৬৮)

১৩ বর্তমানে, ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের’ মাধ্যমে যিশু এই সংগঠনকে পরিচালনা করছেন এবং বিশুদ্ধ উপাসনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি যে এই সংগঠনের অংশ, এটা চিন্তা করে আপনার কেমন লাগে? আপনি হয়তো পিতরের মতো মনে করেন, যিনি যিশুকে বলেছিলেন, “প্রভু, আমরা কার কাছে যাব? আপনার কাছে অনন্তজীবনের কথা রয়েছে।” (যোহন ৬:৬৮) আমরা যদি যিহোবার সংগঠনের অংশ না হতাম, তা হলে কী জানি, আমাদের জীবন কেমন হত! এই সংগঠনের মাধ্যমে যিশু আমাদের ‘উপযুক্ত সময়ে খাবার’ দিচ্ছেন, যাতে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হয় এবং আমরা আরও ভালোভাবে প্রচার করতে পারি। যিশু আমাদের “নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো” পরতে সাহায্য করছেন, যাতে আমরা যিহোবাকে খুশি করতে পারি।—ইফি. ৪:২৪.

১৪. কীভাবে আপনি কোভিড-১৯ অতিমারির সময় যিহোবার সংগঠনের কাছ থেকে সাহায্য পেয়েছেন?

১৪ যিশু খারাপ পরিস্থিতিতেও আমাদের নির্দেশনা দেন। শুরু শুরুতে যখন কোভিড-১৯ অতিমারি ছড়াচ্ছিল, তখন লোকেরা বুঝতে পারছিল না, তারা কী করবে আর কী করবে না। কিন্তু, যিশু এই সংগঠনের মাধ্যমে আমাদের বার বার এই নির্দেশনা দিয়েছেন যেন আমরা সুরক্ষার জন্য মাস্ক পরি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। প্রাচীনদের বলা হয়েছে যেন তারা মণ্ডলীর ভাই-বোনদের খোঁজখবর নেন। এ ছাড়া, তারা যেন খেয়াল রাখেন, ভাই-বোনেরা সুস্থ থাকে, তাদের কাছে প্রয়োজনীয় বিষয়গুলো থাকে আর যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক মজবুত থাকে। (যিশা. ৩২:১, ২) আমরা পরিচালকগোষ্ঠীর কাছ থেকে অনেক আপডেট পেয়েছি, যেটার ফলে আমরা হতাশা কাটিয়ে উঠতে এবং আমাদের বিশ্বাস শক্তিশালী করতে পেরেছি।

১৫. (ক) এই অতিমারির সময় সভাগুলো পরিচালনা করার এবং প্রচার করার পদ্ধতিতে কী পরিবর্তন হয়েছে? (খ) এর ফলাফল কী হয়েছে?

১৫ এই অতিমারি শুরু হওয়ার কিছুসময় পর আমরা সংগঠনের কাছ থেকে এই নির্দেশনা পেয়েছিলাম যে, কীভাবে আমাদের সভা পরিচালনা করতে হবে এবং প্রচার করতে হবে। আমাদের সভা ও সম্মেলনগুলো অনলাইনে হতে শুরু করে। আমাদের এও বলা হয়েছিল যেন আমরা ঘরে থেকেই চিঠি লেখার মাধ্যমে এবং ফোনের মাধ্যমে প্রচার করি। যিহোবা এই কাজের উপর আশীর্বাদ করেছেন। অনেক দেশে প্রকাশকের সংখ্যা বেড়েছে এবং ভাই-বোনেরা প্রচারে ভালো অভিজ্ঞতা লাভ করেছে।—এ ছাড়া, “যিহোবা অনেক আশীর্বাদ করেছেন,” শিরোনামের বাক্সটা দেখুন।

যিহোবা অনেক আশীর্বাদ করেছেন

  • এক দম্পতি ১৫ বছর ধরে ইউরোপে আছেন। তারা আসলে মধ্য আমেরিকার লোক আর এই অতিমারির সময় তারা চিন্তা করেন, মধ্য আমেরিকায় থাকা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে প্রচার করবেন। তাই, তারা তাদের কাছে অনলাইনে ২০০টারও বেশি মেসেজ পাঠান। যারা আরও জানতে চায়, তাদের সঙ্গে তারা আবারও কথা বলেন এবং তাদের প্রকাশনা ও ভিডিওর লিংক পাঠান। যিহোবা তাদের এই পরিশ্রমের উপর আশীর্বাদ করেন। মাত্র আট মাসের মধ্যেই তারা ১৪টা বাইবেল অধ্যয়ন শুরু করতে পারেন।

  • ২০২০ সালের নভেম্বর মাসে আমরা সবাই একটা অভিযানে অংশ নিয়েছিলাম, যেখানে আমরা লোকদের কাছে “ঈশ্বরের রাজ্য কী?” এই প্রহরীদুর্গ পত্রিকা দিয়েছিলাম। একজন ভাই তার স্কুলের এক পুরোনো বন্ধুকে ফোন করেন এবং তাকে এই পত্রিকাটা পাঠান। সেই বন্ধু এই পত্রিকা নেন আর ভাইয়ের সঙ্গে আবারও কথা বলতে চান। পরের সপ্তাহে ভাই যখন তার সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি বলেন, “তুই যখন ফোন করলি, ঠিক তার আগেই আমি ঈশ্বরের কাছে বলছিলাম যে, এখন আমার কী করা উচিত।” তারপর থেকে ভাইয়ের বন্ধু বাইবেল অধ্যয়ন করতে, সভায় যোগ দিতে এবং শেখা বিষয়গুলো কাজে লাগাতে শুরু করেন। ভাইয়ের বন্ধু তাকে বলেন, “জানিস তো, আমার জীবনে কিছু একটার অভাব ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, সেটা কী। এখন বুঝলাম, আমি আসলে যিহোবাকেই জানতাম না। তুই যে আমাকে যিহোবা সম্বন্ধে শেখাচ্ছিস, এটার জন্য তোকে অনেক থ্যাঙ্ক ইউ।”

১৬. আমরা কোন বিষয়ে আস্থা রাখতে পারি?

১৬ অনেক লোকের মনে হয়েছে, এই অতিমারির সময় সংগঠন আমাদের একটু বেশিই সতর্ক করছে। কিন্তু, বেশিরভাগ সময়ে আমার স্পষ্ট দেখতে পেয়েছি, সেগুলো একেবারে সঠিক ছিল। (মথি ১১:১৯) আমরা যখন এই বিষয় নিয়ে চিন্তা করব যে, যিশু আমাদের কতটা ভালোবাসেন এবং কীভাবে আমাদের যত্ন নিচ্ছেন, তখন আমরা এই আস্থা রাখতে পারব, ভবিষ্যতে যা-ই ঘটুক না কেন, যিহোবা ও যিশু আমাদের কখনোই পরিত্যাগ করবেন না।—পড়ুন, ইব্রীয় ১৩:৫, ৬.

১৭. যিশুর নেতৃত্বের অধীনে কাজ করে আপনার কেমন লাগে?

১৭ আমরা যখন চিন্তা করি, যিশু আমাদের নেতা, তখন আমরা কতই-না আনন্দ পাই! আমরা এমন এক সংগঠনের অংশ, যেখানে আলাদা আলাদা দেশের, ভাষার ও সংস্কৃতির লোকেরা আছে। আমাদের বার বার ঈশ্বরের বাক্য থেকে নির্দেশনা দেওয়া হয় এবং শেখানো হয় যে, কীভাবে আমরা আরও ভালো করে প্রচার করতে পারি। আমাদের এও শেখানো হয় যেন আমরা একে অন্যকে ভালোবাসি এবং নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরি। যিশুর নেতৃত্বের অধীনে কাজ করতে পেরে আমরা সত্যিই গর্বিত!

কেন আপনি নীচে দেওয়া বিষয়গুলোতে নিশ্চিত?

  • যিশু পুরো পৃথিবীতে প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন।

  • যিশু ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের’ মাধ্যমে আমাদের ‘উপযুক্ত সময়ে খাবার’ দিচ্ছেন।

  • যিশু এই খারাপ পরিস্থিতিতেও আমাদের নির্দেশনা দিচ্ছেন।

গান ১৪ সবই নতুন করা হয়েছে

a বর্তমানে, যিশু প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন আর তাঁর অধীনে লক্ষ লক্ষ পুরুষ, মহিলা ও বাচ্চা সুসমাচার প্রচার করছে। আপনিও কি এই কাজ করছেন? এই প্রবন্ধ থেকে আমরা জানতে পারব, কীভাবে যিশু বর্তমানে প্রচার কাজে নেতৃত্ব দিচ্ছেন। এই বিষয়ে আমরা যখন পুরোপুরিভাবে নিশ্চিত হব, তখন আমরা যিশুর অধীনে থাকতে পারব এবং যিহোবার সেবা চালিয়ে যেতে পারব।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার