ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w22 জুলাই পৃষ্ঠা ৩১
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সত্য ‘শান্তি নয়, কিন্তু খড়্গ’ নিয়ে আসে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • বিভক্ত এক পরিবারেও সুখী হওয়া সম্ভব
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার পরিবারে কি ঈশ্বর প্রথম স্থান গ্রহণ করেন?
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি একজন অবিশ্বাসী সাথির সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেন?
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
w22 জুলাই পৃষ্ঠা ৩১

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

যিশু যখন বলেছিলেন, “তোমরা মনে কোরো না, আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি,” তখন তিনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন?

যিশু লোকদের শিখিয়েছিলেন, তারা যেন প্রত্যেকের সঙ্গে শান্তি বজায় রাখে। কিন্তু, একবার তিনি তাঁর প্রেরিতদের বলেছিলেন: “তোমরা মনে কোরো না, আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি; আমি শান্তি দিতে নয়, বরং খড়্গ দিতে এসেছি। কারণ আমি বাবা ও ছেলের মধ্যে, মা ও মেয়ের মধ্যে এবং শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বিভেদ জন্মাতে এসেছি।” (মথি ১০:৩৪, ৩৫) যিশুর বলা এই কথাগুলোর অর্থ কী ছিল?

যিশু এটা চাইতেন না যে, পরিবারগুলো ভেঙে যাক, তবে তিনি জানতেন, যখন লোকেরা তাঁর শিক্ষাগুলো মেনে চলবে, তখন তাদের পরিবারের সদস্যদের এই বিষয়টা ভালো না-ও লাগতে পারে আর তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। কারো বিবাহসাথি কিংবা পরিবারের সদস্যেরা তার বিরোধিতা করতে পারে, যেটার কারণে যিশুর শিক্ষাগুলো মেনে চলা তার পক্ষে খুব কঠিন যায়। তাই, যিশু চেয়েছিলেন, কেউ যদি তাঁর শিষ্য হতে কিংবা বাপ্তিস্ম নিতে চায়, তা হলে সে যেন এই বিষয়টা বোঝে, তার প্রতিও এমনটা ঘটতে পারে।

বাইবেলে খ্রিস্টানদের উৎসাহিত করা হয়েছে, তারা যেন “সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে বাস” করে। (রোমীয় ১২:১৮) কিন্তু, অনেক সময় যখন পরিবারের মধ্যে একজন ব্যক্তি যিশুর শিক্ষাগুলো মেনে চলতে শুরু করে, তখন পরিবারের অন্য ব্যক্তিদের এই বিষয়টা পছন্দ না-ও হতে পারে আর তারা তার বিরোধিতা করতে পারে। এভাবে, যিশুর শিক্ষাগুলো একটা ‘খড়্গের’ মতো পরিবারকে বিভক্ত করে দেয় আর একজন ব্যক্তির নিজের পরিবারের সদস্যেরাই যেন তার “শত্রু” হয়ে ওঠে।—মথি ১০:৩৬.

একজন বোন আস্থার সঙ্গে কোথায় যাচ্ছেন আর তার মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। সেই বোনের হাতে “চিরকাল জীবন উপভোগ করুন!” বই আছে।

বর্তমানে, যিশুর শিষ্যদের মধ্যে অনেকের পরিবারের সদস্যেরা যিহোবার সাক্ষি নয়। কখনো কখনো তারা এমন কিছু করতে বলতে পারে, যেটা যিহোবার দৃষ্টিতে সঠিক নয়। যেমন, হতে পারে তাদের পরিবারের সদস্যেরা তাদের উপর চাপ দিতে পারে, যেন তাদের সঙ্গে তারা কোনো উৎসব পালন করে। এইরকম ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা কাকে খুশি করবে, যিহোবা ও যিশুকে না কি তাদের পরিবারের সদস্যদের। যিশু বলেছিলেন: “যে-কেউ তার বাবা অথবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়।” (মথি ১০:৩৭) যিশুর বলা কথাগুলোর অর্থ এটা ছিল না যে, তাঁর শিষ্যেরা তাদের নিজ নিজ বাবা-মাকে ভালোবাসবে না অথবা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তিনি তো শুধু এটা শেখাচ্ছিলেন, আমাদের মনে রাখা উচিত যে, কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। যদি কারো পরিবারের সদস্যেরা তাকে যিহোবার সেবার করার ক্ষেত্রে বাধা দেয়, তা হলেও তাকে তাদের প্রতি ক্রমাগত ভালোবাসা দেখাতে হবে। কিন্তু, তাকে সবচেয়ে বেশি যিহোবাকে ভালোবাসতে হবে।

যখন পরিবারের সদস্যেরা আমাদের বিরোধিতা করে, তখন আমরা অনেক দুঃখ পাই। কিন্তু, আমাদের যিশুর এই কথাগুলো মনে রাখতে হবে: “যে-কেউ নিজের যাতনাদণ্ড তুলে নিয়ে আমাকে অনুসরণ না করে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়।” (মথি ১০:৩৮) আমরা জানি যে, যিশুর শিষ্য হওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যা ভোগ করতে হবে আর অনেকসময় তো আমাদের পরিবারের সদস্যেরাই আমাদের বিরোধিতা করবে। কিন্তু, তাদের বিরোধিতা সত্ত্বেও আমরা যদি তাদের সঙ্গে ভালোভাবে আচরণ করি, তা হলে আমরা হয়তো তাদের মন জয় করে নেব। আর হতে পারে একদিন তারাও বাইবেলের বিষয়ে জানার জন্য আগ্রহ প্রকাশ করবে।—১ পিতর ৩:১, ২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার