প্রহরীদুর্গ পত্রিকায় আসা অন্যান্য প্রবন্ধ
অনেক প্রকাশক JW লাইব্রেরি-তে সভার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তারা সহজেই প্রহরীদুর্গ পত্রিকার সেই প্রবন্ধটা খুলতে পারে, যেটা সপ্তাহের শেষে অধ্যয়ন করা হয়। কিন্তু, প্রহরীদুর্গ অধ্যয়ন সংস্করণে অধ্যয়ন প্রবন্ধগুলো ছাড়াও অন্যান্য প্রবন্ধ থাকে। এগুলোতেও বাইবেলের উপর ভিত্তি করে ভালো ভালো তথ্য দেওয়া হয়ে থাকে। কীভাবে আপনি এই প্রবন্ধগুলো JW লাইব্রেরি-তে খুলতে পারেন এবং সেগুলো পড়তে পারেন?
প্রহরীদুর্গ পত্রিকার প্রতিটা অধ্যয়ন প্রবন্ধের শেষে “আরও পড়ুন” নামক উপশিরোনাম থাকে। সেটার নীচে দেওয়া লিংক “এই সংখ্যার অন্যান্য প্রবন্ধ”-এর উপর ক্লিক করুন। এরপর সূচিপত্র খুলে যাবে, যেটাতে প্রতিটা অধ্যয়ন প্রবন্ধের নাম এবং নম্বর দেওয়া থাকে। এগুলো ছাড়া সূচিপত্রে দেওয়া অন্যান্য প্রবন্ধ পড়ার জন্য সেগুলোর শিরোনামের উপর ক্লিক করুন।
JW লাইব্রেরি-র হোম পেজে (Home) “নতুন কী রয়েছে” অংশে যখনই প্রহরীদুর্গ পত্রিকার কোনো নতুন সংখ্যা আসবে, তখনই সেটা ডাউনলোড করে নিন। এরপর সেটা খুলে সূচিপত্রের উপর একবার চোখ বোলান এবং দেখুন, সেটাতে কোন কোন প্রবন্ধ আছে, যাতে আপনি সেই সমস্ত প্রবন্ধ পড়তে পারেন।