ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w23 জুলাই পৃষ্ঠা ৩১
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তারা প্রণিপাত করবে না
    আমার বাইবেলের গল্পের বই
  • তারা মাথা নত করেনি
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
w23 জুলাই পৃষ্ঠা ৩১

আপনি কি জানতেন?

প্রাচীন ব্যাবিলনে যে-ইটগুলো পাওয়া গিয়েছে এবং সেগুলো যেভাবে তৈরি করা হত, সেটা থেকে কীভাবে প্রমাণিত হয় যে, বাইবেলে লেখা কথাগুলো সত্য?

প্রত্নতত্ত্ববিদেরা খনন কাজ করার সময়ে লক্ষ লক্ষ ইট খুঁজে পেয়েছে, যেগুলো ব্যাবিলন নগর নির্মাণ করার জন্য ব্যবহার করা হয়েছিল। প্রত্নতত্ত্ববিদ রবার্ট কলডেভি বলেছেন যে, এই ধরনের ইট অগ্নিকুণ্ডগুলোতে পোড়ানো হত, ‘যেগুলো নগরের বাইরে ছিল আর যেখানে ভালো মাটি ও সেইসঙ্গে আগুন জ্বালানোর জন্য প্রচুর কাঠও পাওয়া যেত।’

প্রত্নতত্ত্ববিদেরা প্রমাণ পেয়েছে যে, ব্যাবিলনের আধিকারিকেরা সেই অগ্নিকুণ্ডগুলো এমন ভয়ঙ্কর কাজগুলোর জন্যও ব্যবহার করত যে, সেগুলো দেখলে বুক কেঁপে উঠবে। টরোন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল অ্যালেন বলিউ, যিনি প্রাচীন অশূরের ইতিহাস এবং ভাষার বিশেষজ্ঞ, তিনি বলেন: ‘ব্যাবিলন নগরের এমন অনেক জিনিস খুঁজে পাওয়া গিয়েছে, যেগুলোর উপর লেখা রয়েছে, যে-লোকেরা রাজার কথা শুনত না কিংবা পবিত্র বিষয়গুলো অসম্মান করত, তাদের রাজার আদেশে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হত।’ উদাহরণ স্বরূপ, প্রত্নতত্ত্ববিদেরা রাজা নবূখদ্‌নিৎসরের সময়ের এক নথি পেয়েছে, যেখানে এই আদেশ রয়েছে: “তাদের মেরে ফেলো, পুড়িয়ে ফেলো, আগুনে ঝলসে দাও, . . . অগ্নিকুণ্ডে ফেলে দাও, . . . ভস্ম করে দাও, জ্বলন্ত আগুনে পুড়িয়ে ছাই করে দাও।”

এটা থেকে হয়তো কিছু লোকের সেই ঘটনা মনে পড়ে যায়, যেটা বাইবেলের দানিয়েল বইয়ের ৩ অধ্যায়ে লেখা রয়েছে। সেখানে বলা হয়েছে, রাজা নবূখদ্‌নিৎসর ব্যাবিলন নগরের বাইরে দূরা সমস্থলীতে সোনার একটা বড়ো প্রতিমা তৈরি করেছিলেন এবং লোকদের বলেছিলেন, তারা যেন সেটাকে উপাসনা করে। কিন্তু শদ্রক, মৈশক, ও অবেদ-নগো নামে তিন জন ইব্রীয় যুবক সেই প্রতিমার সামনে মাথা নত করতে প্রত্যাখ্যান করেন। তখন রাজা নবূখদ্‌নিৎসর রাগে ফেটে পড়েন এবং এই আদেশ দেন, “অগ্নিকুণ্ড যে পরিমাণে উত্তপ্ত আছে, তাহা অপেক্ষা যেন সাত গুণ অধিক উত্তপ্ত করা হয়” এবং সেই তিন জনকে যেন “প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ” করা হয়। কিন্তু, একজন স্বর্গদূত তাদের মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেন।—দানি. ৩:১-৬, ১৯-২৮.

© The Trustees of the British Museum. Licensed under CC BY-NC-SA 4.0. Source

অগ্নিকুণ্ডে পোড়ানো একটা ইট, যেটার উপর রাজা নবূখদ্‌নিৎসরের নাম লেখা রয়েছে

প্রত্নতত্ত্ববিদেরা প্রাচীন ব্যাবিলনের এলাকা থেকে যে-ইটগুলো খুঁজে পেয়েছে, সেগুলো থেকেও এটা প্রমাণিত হয় যে, বাইবেলে লেখা কথাগুলো সত্য। সেগুলোর মধ্যে অনেক ইটে রাজাকে প্রশংসা করার জন্য কিছু শব্দ লেখা রয়েছে। এইরকমই একটা ইটে লেখা রয়েছে, “আমি হলাম ব্যাবিলনের রাজা নবূখদ্‌নিৎসর . . . এই রাজমহল, এই রাজপ্রাসাদ আমি অর্থাৎ এখানকার মহারাজ নির্মাণ করেছি . . . আমার পরবর্তী বংশধরেরা যেন এখানে চিরকাল ধরে শাসন করে।” এই কথাগুলোর সঙ্গে দানিয়েল ৪:৩০ পদে লেখা কথাগুলোর অনেক মিল রয়েছে। সেখানে লেখা রয়েছে, একবার রাজা নবূখদ্‌নিৎসর বড়াই করে বলেছিলেন, “এ কি সেই মহতী বাবিল নয়, যাহা আমি আপন বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্ম্মাণ করিয়াছি?”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার