ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp25 নং ১ পৃষ্ঠা ৬-৮
  • মানুষ কি যুদ্ধ ও দৌরাত্ম্য শেষ করতে পারবে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মানুষ কি যুদ্ধ ও দৌরাত্ম্য শেষ করতে পারবে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২৫
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অর্থনৈতিক উন্নতি
  • কূটনীতি
  • অস্ত্র নিয়ন্ত্রণ:
  • যৌথ প্রচেষ্টা
  • কূটনৈতিক চুক্তি কি বিশ্বশান্তি নিয়ে আসবে?
    ২০০৪ সচেতন থাক!
  • যুদ্ধের ভবিষ্যৎ কী?
    ১৯৯৯ সচেতন থাক!
  • যুদ্ধ কি কখনো শেষ হবে?—এই বিষয়ে বাইবেল কী বলে?
    অন্যান্য বিষয়
  • প্রকৃত শান্তি—কোন্‌ উৎস থেকে?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২৫
wp25 নং ১ পৃষ্ঠা ৬-৮

মানুষ কি যুদ্ধ ও দৌরাত্ম্য শেষ করতে পারবে?

মানুষ বিভিন্ন কারণে লড়াই-ঝগড়া করে থাকে। কেউ কেউ রাজনৈতিক কারণে, আবার অন্যেরা অর্থনৈতিক কিংবা সামাজিক পরিবর্তন আনার জন্যও লড়াই করে থাকে। অনেকে আবার কোনো জমি কিংবা প্রাকৃতিক সম্পদের জন্য লড়াই করে। জাতিগত বিদ্বেষ এবং ধর্মীয় বিশ্বাসের কারণেও অনেক সময় ঝগড়াঝাটি শুরু হয়। এই সমস্ত লড়াই বন্ধ করার জন্য কী করা যেতে পারে, যাতে সবাই শান্তিতে থাকতে পারে? এই প্রবন্ধে মানুষের কিছু প্রচেষ্টার কথা বলা হয়েছে। আপনাদের কি মনে হয়, সেগুলো সফল হবে?

একটা ছবির টুকরো, যেটাতে দেখা যাচ্ছে, নির্মাণকাজ চলছে এমন একটা জায়গায় নির্মাণকর্মীরা তাদের কাজ নিয়ে আলোচনা করছে।

Drazen_/E+ via Getty Images

অর্থনৈতিক উন্নতি

লক্ষ্য: লোকদের জীবনের মান উন্নত করা। প্রত্যেকের জীবনের মান যদি উন্নত হয়, তা হলে সকলের কাছে সমান পরিমাণে অর্থ থাকবে, ধনী ও গরিবের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। সাধারণত টাকাপয়সার কারণেই লোকদের মধ্যে লড়াই-ঝগড়া শুরু হয়।

সীমাবদ্ধতা: এর জন্য সরকারকে চিন্তা করতে হবে যে, তারা কোন খাতে টাকাপয়সা ব্যয় করছে। ২০২২ সালের একটা পরিসংখ্যান জানায়, সারা পৃথিবীতে শান্তি গড়ে তোলা এবং তা বজায় রাখার জন্য প্রায় ৩,৪১০ কোটি ইউ.এস. ডলার খরচ করা হয়েছে। কিন্তু, যুদ্ধের জন্য যে-প্রচুর পরিমাণ টাকাপয়সা ব্যয় করা হয়, সেটার তুলনায় এই খরচ খুবই সামান্য।

“আমরা যুদ্ধ বন্ধ করার এবং শান্তি স্থাপন করার জন্য যত না ব্যয় করি, তার চেয়ে অনেক বেশি টাকাপয়সা ও সম্পদ যুদ্ধের জন্য ব্যয় করি।”—আন্তোনিও গুতেরেস, ইউনাইটেড নেশন্‌স-এর মহাসচিব।

বাইবেল যা বলে: যদিও জগতের সরকার এবং সংস্থাগুলো গরিবদের সাহায্য করে থাকে, কিন্তু তারা পুরোপুরিভাবে দরিদ্রতা নির্মূল করতে পারবে না।—দ্বিতীয় বিবরণ ১৫:১১; মথি ২৬:১১.

 একটা ছবির টুকরো, যেটাতে দেখা যাচ্ছে, দু-জন ব্যক্তি সম্মতি প্রকাশ করার জন্য হাত মেলাচ্ছে।

কূটনীতি

লক্ষ্য: কূটনীতি অর্থাৎ আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা।

সীমাবদ্ধতা: অনেক সময় এক বা একাধিক দল আপোশ করতে চায় না, একমত হয় না কিংবা নির্দিষ্ট কোনো চুক্তি মানতে রাজি হয় না। এর ফলে শান্তিচুক্তি সহজেই ভেঙে যায়।

“কূটনীতি যে সবসময় সফল হবে, এমনটা নয়। অনেক সময় এই আলাপ-আলোচনার মধ্যে এতটাই ত্রুটি থেকে যায় যে, তা যুদ্ধকে আরও উসকে দেয়।”—রেমন্ড এফ. স্মিথ, আমেরিকান ডিপ্লোমেসি।

বাইবেল যা বলে: লোকদের ‘শান্তি লাভ করার প্রচেষ্টা’ করা উচিত। (গীতসংহিতা ৩৪:১৪, NW.) কিন্তু অনেকেই আজ ‘আনুগত্য দেখায় না, . . . আপোশ করতে চায় না,. . . বিশ্বাসঘাতকতা করে।’ (২ তীমথিয় ৩:১-৪ ) যদিও কোনো কোনো রাজনৈতিক নেতা শান্তি চায়, কিন্তু অন্যদের মধ্যে এই ধরনের মন্দ গুণ থাকার ফলে তারা কোনো বিষয়ের মীমাংসা করতে পারে না।

একটা ছবির টুকরো, যেটাতে পড়ে থাকা একটা ভাঙা বন্দুক দেখা যাচ্ছে।

অস্ত্র নিয়ন্ত্রণ:

লক্ষ্য: অস্ত্র কমিয়ে দেওয়া অথবা পুরোপুরিভাবে নির্মূল করে দেওয়া, বিশেষ করে পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক হাতিয়ার।

সীমাবদ্ধতা: বিভিন্ন দেশ প্রায়ই অস্ত্র নিয়ন্ত্রণ করতে চায় না কারণ তারা মনে করে, এটা করলে তারা ক্ষমতা হারিয়ে ফেলবে আর যেকোনো দেশ তাদের সহজেই আক্রমণ করবে। এমনকী সমস্ত দেশ যদি তাদের অস্ত্রগুলো নষ্টও করে দেয়, তা হলেও তারা সেই কারণগুলো নির্মূল করতে পারে না, যেজন্য লোকেরা লড়াই করে।

“১৯৯১ সালের পর অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে অনেক চুক্তি ও প্রতিজ্ঞা করা হয়েছিল, কিন্তু পরে বেশ কিছু চুক্তি ব্যর্থ বলে প্রমাণিত হয়। সেগুলোর মধ্যে রয়েছে, বিপদ কমানোর জন্য ব্যাবহারিক পদক্ষেপ, আন্তর্জাতিক উত্তেজনা কমানো আর সেইসঙ্গে সারা পৃথিবীতে এক সুরক্ষিত ও নিরাপদ পরিবেশ তৈরি করা।”—“সকলের জন্য এক সুরক্ষিত ভবিষ্যৎ গঠন: অস্ত্র নিয়ন্ত্রণ করার জন্য একটা পরিকল্পনা।”

বাইবেল যা বলে: লোকদের উচিত, তারা যেন অস্ত্র পরিত্যাগ করে আর ‘তাদের তলোয়ার পিটিয়ে লাঙলের ফাল তৈরি করে।’ (যিশাইয় ২:৪, NW.) কিন্তু এর চেয়ে আরও বেশি কিছু করা প্রয়োজন কারণ দৌরাত্ম্য করার প্রবৃত্তি মানুষের হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকে।—মথি ১৫:১৯.

একটা ছবির টুকরো, যেটাতে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের নেতারা একটা টেবিলে বসে একই চুক্তিতে সই করছে।

যৌথ প্রচেষ্টা

লক্ষ্য: বিভিন্ন দেশ যৌথভাবে তাদের শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য একে অন্যকে সাহায্য করে। আসলে তারা মনে করে, কোনো দেশ হয়তো একটা জোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সাহস পাবে না।

সীমাবদ্ধতা: এর অর্থ এই নয় যে, জোট বাঁধলেই শান্তি আসবে। যে-দেশগুলো জোট বাঁধে, তারা যে সবসময় তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, এমনটা নয়। এ ছাড়া, তারা কখন বা কীভাবে শত্রুদের বিরুদ্ধে লড়াই শুরু করবে, সেই বিষয়েও তাদের মধ্যে মতের অমিল দেখা যায়।

“যদিও লিগ অভ্‌ নেশন্‌স এবং ইউনাইটেড নেশন্‌স, উভয় সংগঠনই অনেক প্রচেষ্টা করেছিল, যাতে দেশগুলো জোট বাঁধে কিন্তু তাদের এই প্রচেষ্টা যুদ্ধ বন্ধ করতে সফল হয়নি।”—“এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।”

বাইবেল যা বলে: একসঙ্গে কাজ করা অনেক বেশি নিরাপদ। (উপদেশক ৪:১২) কিন্তু, মানুষের সরকার এবং সংস্থাগুলো কখনো স্থায়ী শান্তি ও নিরাপত্তা আনতে পারবে না। “উচ্চপদস্থ ব্যক্তিদের কিংবা অন্য কোনো মানুষের উপর আস্থা রেখো না, যারা পরিত্রাণ করতে পারে না। তার শ্বাস বেরিয়ে যায়, সে মাটিতে ফিরে যায়, সেই দিনই তার চিন্তাভাবনা শেষ হয়ে যায়।”—গীতসংহিতা ১৪৬:৩, ৪, NW.

যদিও অনেকে স্থায়ী শান্তি আনার জন্য অনেক প্রচেষ্টা করে চলেছে, কিন্তু এখনও আমরা আমাদের চারদিকে ভয়ানক যুদ্ধ দেখতে পাই।

আজ পৃথিবীতে কি আগের চেয়ে বেশি শান্তি রয়েছে?

কেউ কেউ দাবি করে, বর্তমানে মানুষ আগের চেয়ে অনেক বেশি শান্তিতে বাস করতে পারছে। তাদের মতে, আগেকার যুদ্ধগুলোর তুলনায় এখনকার যুদ্ধগুলো অনেক কম সময় ধরে চলে আর সেগুলো ততটা ধ্বংসাত্মক হয় না। তারা এও বলে, এখনকার যুদ্ধে তুলনামূলকভাবে অনেক কম লোক মারা যায়। কিন্তু, অনেকে আবার তাদের এই তুলনা ও পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলে।

লোকেরা যা-ই বলুক না কেন, এটা স্বীকার করতেই হবে যে, আজ যুদ্ধ ও দৌরাত্ম্য আমাদের সবাইকে প্রভাবিত করে, হয় তা সরাসরি কিংবা পরোক্ষভাবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার