যুদ্ধ ও দৌরাত্ম্য থাকা সত্ত্বেও আপনি শান্তি খুঁজে পেতে পারেন
গ্যারি আগে সামরিক বাহিনীতে কাজ করতেন। তিনি বলেন, “বাইবেল অধ্যয়ন করার আগে আমার কোনো ধারণাই ছিল না যে, কেন আজ পৃথিবীতে এত নিষ্ঠুরতা, অবিচার ও সমস্যা রয়েছে। কিন্তু এখন আমি মানসিক শান্তি খুঁজে পেয়েছি। আমি জানি, খুব তাড়াতাড়ি যিহোবা ঈশ্বর পৃথিবীতে এমন একটা পরিবেশ নিয়ে আসবেন, যেখানে সবাই সুরক্ষিত থাকবে।”
এই ধরনের অভিজ্ঞতা শুধুমাত্র গ্যারিরই হয়নি। কীভাবে বাইবেল গ্যারির মতো আরও ব্যক্তিদের সাহায্য করেছে, আসুন তা দেখি।
বাইবেল বলে: “হে যিহোবা, তুমি ভালো আর তুমি ক্ষমা করার জন্য প্রস্তুত।”—গীতসংহিতা ৮৬:৫, NW.
যেভাবে এই শাস্ত্রপদ সাহায্য করেছে: “এই পদ আমাকে বুঝতে সাহায্য করেছে যে, যিহোবা করুণাময় ঈশ্বর। আমি জানি, তিনি আমাকে অতীতে করা সেই সমস্ত অন্যায় কাজের জন্য ক্ষমা করে দেবেন, যেগুলো আমি যুদ্ধে অংশ নেওয়ার সময় করেছিলাম।”—উইল্মার, কলম্বিয়া।
বাইবেল বলে: “আমি নতুন আকাশমণ্ডল এবং এক নতুন পৃথিবী সৃষ্টি করছি এবং আগেকার বিষয়গুলো আর স্মরণে থাকবে না কিংবা সেগুলো মনেও পড়বে না।”—যিশাইয় ৬৫:১৭, NW.
যেভাবে এই শাস্ত্রপদ সাহায্য করেছে: “মিলিটারিতে থাকার সময় যুদ্ধের যে-ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল, তা আমাকে এখনও তাড়া করে বেড়ায় আর আমি মানসিকভাবে ডিপ্রেশন বা অবসাদে ভুগি। কিন্তু এই শাস্ত্রপদ আমাকে মনে করিয়ে দেয়, যিহোবা খুব শীঘ্রই আমার এই তিক্ত অভিজ্ঞতাগুলো মুছে ফেলবেন আর সেইসঙ্গে আমার আতঙ্ক দূর করে দেবেন। সেগুলো আমার আর মনে পড়বে না। এটা কতই-না এক আশীর্বাদ!”—জাফিরা, মার্কিন যুক্তরাষ্ট্র।
বাইবেল বলে: “তার দিনে ধার্মিকেরা সমৃদ্ধিশালী হবে, যতদিন চাঁদ থাকবে, ততদিন সব জায়গায় শান্তি থাকবে।”—গীতসংহিতা ৭২:৭, NW.
যেভাবে এই শাস্ত্রপদ সাহায্য করেছে: “আমি প্রায়ই এই পদের কথাগুলো নিয়ে চিন্তা করি। খুব তাড়াতাড়ি যুদ্ধের আতঙ্ক আর থাকবে না। আমাদের প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে আর চিন্তা করতে হবে না।”—অলেকসান্দ্রা, ইউক্রেন।
বাইবেল বলে: “তোমার মৃতেরা জীবিত হবে। . . . ধুলোর বাসিন্দারা, তোমরা জেগে ওঠো এবং আনন্দে চিৎকার করো!”—যিশাইয় ২৬:১৯, NW.
যেভাবে এই শাস্ত্রপদ সাহায্য করেছে: “টুটসি জাতির গণহত্যার সময় আমার পরিবারের প্রায় সবাই মারা যায়। কিন্তু এই শাস্ত্রপদ আমাকে আশ্বাস দেয় যে, আমি তাদের আবারও দেখতে পাব। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, কখন তারা আবার বেঁচে উঠবে আর আনন্দে চিৎকার করে আমাকে ডাকবে!”—মেরি, রুয়ান্ডা।
বাইবেল বলে: “আর কিছুসময় পরেই মন্দ লোকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে . . . কিন্তু, মৃদুশীল ব্যক্তিরা পৃথিবীর অধিকারী হবে এবং তারা প্রচুর শান্তির কারণে অনেক আনন্দ লাভ করবে।”—গীতসংহিতা ৩৭:১০, ১১, NW.
যেভাবে এই শাস্ত্রপদ সাহায্য করেছে: “যদিও আমাদের এখানে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু অবিচার শেষ হয়নি আর মন্দ লোকেরাও থেকে গিয়েছে। এই শাস্ত্রপদ বিশেষ করে আমাকে অনেক সাহস জুগিয়েছে। যিহোবা সব কিছুই দেখছেন আর তিনি আমার পরিস্থিতিও জানেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, শীঘ্রই সমস্ত দুঃখকষ্ট শেষ হয়ে যাবে আর এই খারাপ বিষয়গুলো আমাদের আর মনে পড়বে না।”—ডেলার, তাজিকিস্তান।
বাইবেল থেকে লক্ষ লক্ষ যিহোবার সাক্ষি শান্তি খুঁজে পেয়েছে আর এদের মধ্যে কিছু ব্যক্তির অভিজ্ঞতা এই প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। তারা শিখেছে, কীভাবে সামাজিক, জাতিগত ও ব্যক্তিগত ঘৃণা কাটিয়ে ওঠা যায়। (ইফিষীয় ৪:৩১, ৩২) যিহোবার সাক্ষিরা কোনো রাজনৈতিক দলে যোগ দেয় না এবং তারা কোনো দৌরাত্ম্যমূলক কাজে অংশ নেয় না।—যোহন ১৮:৩৬.
এ ছাড়া, যিহোবার সাক্ষিরা একটা পরিবারের মতো একে অন্যকে সাহায্য করে। (যোহন ১৩:৩৫) উদাহরণ হিসেবে অলেকসান্দ্রার অভিজ্ঞতা বিবেচনা করুন, যার বিষয়ে আগে উল্লেখ করা হয়েছে। তাকে যুদ্ধের সময় তার বোনের সঙ্গে অন্য দেশে পালিয়ে যেতে হয়েছিল। তিনি বলেন: “বর্ডার পার হওয়ার পরেই আমরা দেখতে পাই, সেখানকার স্থানীয় সাক্ষিরা আমাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। তাদের সাহায্যে আমরা সেই নতুন দেশে শরণার্থী হিসেবে মানিয়ে নিতে পেরেছিলাম।”
আমরা আপনাদের আমাদের সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আপনারা জানতে পারবেন, বাইবেল কীভাবে মনের শান্তি লাভ করতে সাহায্য করে আর সেইসঙ্গে কীভাবে আমরা আমাদের জীবনে তা কাজে লাগাতে পারি। আপনার এলাকায় আমাদের সভার স্থান খুঁজে পাওয়ার জন্য অথবা আপনি যদি কোনো যিহোবার সাক্ষির সঙ্গে চিরকাল জীবন উপভোগ করুন! প্রকাশনা ব্যবহার করে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করতে চান, তা হলে jw.org ওয়েবসাইট দেখুন।