অধ্যয়নের জন্য পরামর্শ
আপনি যে-বিষয়গুলো শিখেছেন, সেগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিন
বাইবেল অধ্যয়ন করার সময় আমরা যখন ভালো বিষয়গুলো শিখি, তখন আমরা খুব খুশি হই। কিন্তু, আমরা সেই বিষয়গুলো যখন অন্যদের সঙ্গে ভাগ করে নিই, তখন আরও বেশি খুশি হই। হিতোপদেশ ১১:২৫ পদ বলে: “যে অন্যকে সতেজ করে, সে নিজেও সতেজ হবে।”
আমরা যে-বিষয়গুলো শিখেছি, সেগুলো যখন অন্যদের সঙ্গে ভাগ করে নিই, তখন আমাদের পক্ষে সেই বিষয়গুলো মনে রাখা সহজ হয়ে যায় এবং সেগুলোর বিষয়ে আমাদের বোধগম্যতাও বৃদ্ধি পায়। আর আমরা যখন বুঝতে পারি যে, সেই বিষয়গুলো থেকে লোকেরা উপকৃত হবে, তখন সেগুলো ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা অনেক আনন্দ লাভ করি।—প্রেরিত ২০:৩৫.
এটা করে দেখুন: আপনি যে-বিষয়গুলো শিখেছেন, সেগুলো এই সপ্তাহে অন্যদের সঙ্গে ভাগ করে নিন। আপনি আপনার পরিবার, মণ্ডলী, কাজের জায়গায় অথবা স্কুলের কাউকে সেই বিষয়গুলো বলতে পারেন। অথবা আপনি আপনার প্রতিবেশী কিংবা প্রচারে গিয়ে কাউকে বলতে পারেন। আপনার বিষয়টা স্পষ্টভাবে এবং সহজ পদ্ধতিতে বলার চেষ্টা করুন।
মনে রাখুন: আপনি যে-বিষয়গুলো শিখেছেন, সেগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় তাদের উৎসাহিত করুন। তাদের সামনে নিজেকে জাহির করার চেষ্টা করবেন না।—১ করি. ৮:১.