বাইবেলের শব্দগুলোর মানে
যিশু “বাধ্যতা শিখেছিলেন”
যিশু সবসময় যিহোবার প্রতি বাধ্য ছিলেন। (যোহন ৮:২৯) তা হলে, বাইবেল কেন বলে: “তিনি বিভিন্ন কষ্টভোগের মাধ্যমে বাধ্যতা শিখেছিলেন।”—ইব্রীয় ৫:৮.
পৃথিবীতে থাকাকালীন যিশু এমন কিছু পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছিলেন, যেটা স্বর্গে থাকার সময় তাকে করতে হয়নি। তাঁর বাবা-মা যদিও যিহোবাকে ভালোবাসতেন, তবে তারা অসিদ্ধ ছিলেন। (লূক ২:৫১) অসৎ সরকারি আধিকারিকেরা এবং ভণ্ড ধর্মীয় নেতারা তাঁর উপর অনেক অত্যাচার করেছিল। (মথি ২৬:৫৯; মার্ক ১৫:১৫) এ ছাড়া, তাঁর মৃত্যু ছিল খুবই যন্ত্রণাদায়ক। বাইবেল বলে: তিনি “নিজেকে নত করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত . . . বাধ্যতা দেখিয়েছিলেন।”—ফিলি. ২:৮.
এই অভিজ্ঞতাগুলো যিশুকে এক নতুন উপায়ে বাধ্য হতে শিখিয়েছিল, যেটা তিনি একমাত্র পৃথিবীতে আসার পরই শিখেছিলেন। এই কারণে তিনি একজন নিখুঁত রাজা এবং মহাযাজক হতে পেরেছিলেন, যিনি আমাদের প্রতি সমবেদনা দেখাতে পারতেন। (ইব্রীয় ৪:১৫; ৫:৯) বিভিন্ন কষ্টভোগের মাধ্যমে তিনি যে-বাধ্যতা শিখেছিলেন, সেটার জন্য যিহোবার চোখে তিনি আরও মূল্যবান হয়ে উঠেছিলেন। আমরা যদি কঠিন পরিস্থিতিতে বাধ্য থাকি, তা হলে আমরাও যিহোবার চোখে মূল্যবান হতে পারব এবং যেকোনো কার্যভারে তিনি আমাদের ব্যবহার করতে পারবেন।—যাকোব ১:৪.